বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীর ফলাফল বাতিল চেয়ে নিজেকে বিজয়ী ঘোষণা চেয়ে মামলা করেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল করপোরেশনের নির্বাচনি ট্রাইব্যুনালে এ মামলা করেন তিনি। নির্বাচনি ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা বরিশাল সদর সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান মামলা গ্রহণ করেছেন। তবে কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন প্রার্থীর আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।