শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আইনবিদের মুখোমুখি

দিলরুবা শারমীন আইনজীবী ও মানবাধিকারকর্মী

আইনবিদের মুখোমুখি

 

সমস্যা

আমি একজন বৈমানিক। পারিবারিকভাবেই আমার বিয়ে হয়। আমাদের একটি পুত্র সন্তান আছে। তবে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। আমাদের সন্তানের বয়স মাত্র ৬ বছর। কিন্তু আমার স্বামী জোরপূর্বক আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে রেখেছে। আমার সঙ্গে কোনোভাবেই ছেলেকে দেখা করতে দেয় না। আমার ছেলেকে নানা ধরনের ভয়ভীতি দেখায়। যদিও নাকি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, তাও আমাদের তালাক হওয়ার আগেই, যা আমি পরে জানতে পারি। আমি কি আইনি প্রতিকার পাব।                     তাসনিম ফারিয়া, ঢাকা।

 

 

সমাধান

আপনার স্বামীকে ভয় পাওয়ার কী আছে? তিনি যদি আপনাকে ভয়ভীতি বা হুমকি দিয়ে থাকেন, তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আপনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তিনি কোনোভাবেই আপনার ছেলেকে আইন-বহিভর্‚তভাবে আটকে রাখতে পারেন না। আপনার ছেলেকে কাছে পাওয়ার অবশ্যই আইনগত অধিকার আছে। ৭ বছর বয়স পর্যন্ত আপনাদের ছেলের কাস্টডি আপনার প্রাপ্য। এতে সমাধানে না এলে আইনের আশ্রয় নিতে পারেন। সঠিকভাবে তালাক না দিয়ে বা আপনার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারেন না। আপনি একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ মোতাবেক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।

সর্বশেষ খবর