শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মনোবিদের মুখোমুখি

মনোবিদের মুখোমুখি

 

অধ্যাপক ডা. মোহিত কামাল

 মনোরোগ বিশেষজ্ঞ

 

সমস্যা

আমি একজন গৃহিণী। আমার বয়স ২৫। ২০০৮ সালে পারিবারিকভাবেই আমার বিয়ে হয়েছে। আমার স্বামী আমার চেয়ে ১২ বছরের বড়। আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। আমার স্বামী প্রবাসে থাকেন। ওদের অবস্থা ভালো। আমার ৩টি সন্তান আছে। আমি বয়সের তুলনায় একটু বোকা প্রকৃতির আর সে অনেক চালাক। আমি পড়ালেখায় অনেক দুর্বল। এসএসসি দিয়ে খারাপ রেজাল্ট করাতে পরিবার আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমার শ্বশুর-শাশুড়ি কেউ বেঁচে নেই। আমি ওকে অনেক ভালোবাসি আর ওকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না। ও আমাকে সব দিক থেকেই ভালো রেখেছে কিন্তু আমাকে বুঝে না। বলে, তোমার কখনো বুদ্ধি হবে না। আমি নাকি এখনো ছোটদের মতো ব্যবহার করি। এসব বলে রাগারাগি করে। আর ফোন করে না। এতে আমি খুব কষ্ট পাই। সারা রাত কান্নাকাটি করি। বুঝি না আমি এমন কেন? অন্য সবার মতো না কেন? মাঝে মাঝে মনে হয় মরে গেলেও হয়তো এত কষ্ট লাগবে না। কিন্তু জানি আÍহত্যা মহাপাপ। তাই এই সাহসটাও জোগাতে পারি না। আমি কী করলে ওর মন পাব? তানিয়া আক্তার, নরসিংদী।

 

সমাধান

আপনার সমস্যাটি বুঝতে পেরেছি। সঙ্গে আপনার স্বামীরও। আপনি ৩টি সন্তানের মা। যেহেতু স্বামী বিদেশে থাকেন, তাই আপনার প্রতি তার দায়িত্ব অনেক। তা ছাড়া আপনাদের জেনারেশন গ্যাপ রয়েছে। তাই তিনি আপনাকে শতভাগ বুঝতে পারছেন না। আপনার এখন যে বয়স তাতে আপনার আনন্দ করার সময়। অন্যদিকে আপনার স্বামী মধ্যবয়সী। তাই মানসিক একটা দূরত্ব হতেই পারে, এ নিয়ে ভেঙে পড়লে চলবে না। এত সামান্য ব্যাপারে আপনি আÍহত্যা করতে চাইছেন কেন? জীবনটা অনেক সুন্দর। তবে চিন্তার কিছু নেই। আপনি চাইলেই সমস্যাটা থেকে বের হতে পারেন। প্রতিদিন খবরের কাগজ পড়বেন। দেশে-বিদেশে কী হচ্ছে জানবেন। এতে ম্যাচিউর মানসিকতা আসবে। স্বামী যখন দেখবে যে আপনি পৃথিবী সম্পর্ক জানেন তখন আপনার প্রতি সমীহ কাজ করবে। ভালো বই পড়বেন এবং সিনেমা দেখবেন। এতে আপনার জীবন সম্পর্কে অভিজ্ঞতা বাড়বে। আর স্বামীর সঙ্গে বেশি জেদ, মান অভিমান দেখাবেন না। সম্পর্কটি সহজ ও স্বাভাবিক রাখুন। তার কষ্ট, অসুবিধা বোঝার চেষ্টা করুন। দেখবেন আস্তে আস্তে সম্পর্কটি মধুর হয়ে উঠবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর