শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইনবিদের মুখোমুখি

দিলরুবা শারমীন আইনজীবী ও মানবাধিকার কর্মী

আইনবিদের মুখোমুখি

সমস্যা

আমি আজ ৪০ বছর সংসার করছি। আমার স্বামী একজন বিখ্যাত ব্যবসায়ী। আমাদের ৪টি সন্তান রয়েছে। এই চার সন্তানের জননী হওয়া সত্ত্বেও এখনো আমি আমার স্বামীর অবহেলার পাত্র হয়ে আছি। এ পর্যন্ত আমার স্বামী আমাকে কোনো দিন স্ত্রীর মর্যাদা দেননি। সংসার করেছে ঠিকই কিন্তু আমার সঙ্গে কোনো দিনও ভালো আচরণ করেননি। শুধুই অবহেলা আর অবজ্ঞা করে এসেছেন। আমার নিজের কাছে মনে হয় আমি সংসারে একটি শোপিস। জীবনের শুরু থেকেই আমার ওপর এমন কোনো নির্যাতন নেই যা তিনি করেননি। এখন বয়স হয়েছে। আর নির্যাতন সহ্য করতে পারি না। আমি আপনার  সাহায্য চাই।           -সুমাইয়া, ধানমন্ডি, ঢাকা।

সমাধান

আপনার স্বামী বিখ্যাত ব্যবসায়ী হতে পারেন, তবে বিখ্যাত মানুষ নন। তাই যদি হতেন তাহলে আপনার ওপর কোনো ধরনের নির্যাতন করতে পারতেন না। যাই হোক, যেহেতু আপনাদের ৪টি সন্তান হয়ে গেছে, তাই সবচেয়ে আগে আপনার স্বামীর সঙ্গে আলোচনায় বসুন। আপনাদের দাম্পত্য জীবনের  সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করুন। যদি সেটা সম্ভব না হয় তবে ছেলেমেয়েদের নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করুন। সেটাও যদি সম্ভব না হয় আপনি পারিবারিক সহিংসতা প্রতিরোধ, নিরোধ ও সুরক্ষা আইনের অধীনে বিজ্ঞ আদালত থেকে একটি সুরক্ষা আদেশ নিতে পারেন, যেন আপনার স্বামী আপনাকে আর কোনো ধরনের নির্যাতন করতে না পারেন। তবে এই বয়সে পারিবারিক সমস্যা নিজেরাই সমাধানের চেষ্টা করুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর