শিরোনাম
শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইলাইনারের টুকিটাকি

আইলাইনারের টুকিটাকি

সাজগোজের ক্ষেত্রে আপনার সুন্দর চোখ দুটোকে আরও কিছুটা মায়াময়, সুন্দর আর নজরকাড়া করে তুলতে এর কোনো বিকল্প নেই। তাই জেনে নিন আইলাইনার ব্যবহারের কিছু টুকিটাকি টিপস!

১. চোখ ও ত্বকের রঙের সঙ্গে মানানসই আইলাইনার পছন্দ করুন। কালো আর বাদামির পাশাপাশি বাজারে এখন সবুজ, নীল বা অন্য রঙের আইলাইনার পাওয়া যায়। ব্যবহার করুন সেগুলো।

২. আইলাইনার লাগানোর পর সেটাকে দীর্ঘস্থায়ী করার জন্য একই রঙের আইশ্যাডো ব্যবহার করুন।

৩. যদি একেবারে সাধারণ সাজ নিতে চান তাহলে চোখের ওপরে না দিয়ে কেবল নিচেই পেনসিল আইলাইনার ব্যবহার করুন।

৪. চোখের সাজটা আরেকটু আকর্ষণীয় করে তুলতে চোখের ওপরের অংশে এক রং এবং নিচের অংশে আরেক রং ব্যবহার করতে পারেন।

৫. আপনার আইলিড যদি আইলাইনারকে ঢেকে ফেলে তাহলে জেল অথবা লিকুইড আইলাইনার দিয়ে একটু মোটা করে দাগ টানুন।

৬. অনেকেরই হাত কেঁপে থাকে। আইলাইনার দেওয়ার সময় তাই যদি আপনার হাত কাঁপে আর দাগ আঁকাবাঁকা হয়ে যায় তাহলে মন খারাপ করবেন না। আইলাইনার দেওয়া হয়ে গেলে একটা কটন বাডে খানিকটা ভেসলিন লাগিয়ে দাগটাকে সমান করে নিন।

৭. লিকুইড আইলাইনার দেওয়ার আগে পেনসিল আইলাইনার দিয়ে দুই চোখেই সমান দাগ পড়বে।

৮. সাধারণ আইলাইনারকে আরও একটু জমকালো করতে এর ওপর গ্লিটার আইলাইনার লাগিয়ে নিন।

৯. আইলাইনার মাঝে মাঝে বেশি তরল হয়ে যায়। সে ক্ষেত্রে আইলাইনারটিকে ১০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন।

- ফ্রাইডে প্রতিবেদক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর