শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আইনবিদের মুখোমুখি

দিলরুবা শারমিন, আইনজীবী ও মানবাধিকার কর্মী

আইনবিদের মুখোমুখি

মোট সম্পত্তি থেকে আপনারা তিন বোন পাবেন ১/৮ অংশ। আর আপনার মা পাবেন ২/৩ অংশ। আপনার জীবিত চাচা ফুপুরা পাবেন বাকি ২:১ অংশ।

সমস্যা

আমরা তিন বোন। কোনো ভাই নেই এবং আমার বাবাও জীবিত নেই। এখন আমার প্রশ্ন হলো আমার বাবার সম্পত্তির কতটুকু আমরা তিন বোন পাব? এবং আমার মা কতটুকু অংশ পাবে এবং আমার চাচারা এবং ফুফুরা কতটুকু অংশ পাবে। আমার মা কি আমাদের নামে তার অংশ টুকু লিখে দিতে পারবে।

- মেহেরুন নেছা, জয়পুরহাট।

সমাধান

আপনার বাবার মোট সম্পত্তির মাঝে আপনারা তিন বোন পাবেন ১/৮ অংশ। আপনার মা পাবেন ২/৩ অংশ। এবং আপনার জীবিত চাচা-ফুপুরা পাবেন বাকি অংশ ২:১ অনুপাতে। হ্যাঁ, আপনার মা চাইলে তার অংশটুকু আপনাদের নামে লিখে দিতে পারবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর