শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মনোবিদের মুখোমুখি

অধ্যাপক ডা. মোহিত কামাল, মনোরোগ বিশেষজ্ঞ

মনোবিদের মুখোমুখি

সমস্যা

অন্য আট-দশটা মেয়ের মতোই পরিবারে আদুরে ছিলাম। ছোটবেলা থেকেই রাগ, জেদ, আবেগকে কন্ট্রোল করতে পারি না। তিন বোনের মধ্যে আমি সবার বড়। আব্বু-আম্মুর লাভ ম্যারেজের কারণে দাদু আম্মুকে দেখতে পারত না। অনেকবার তাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পারেনি। তবে ছোটবেলা থেকেই সংসারে ঝগড়া দেখে বড় হয়েছি। হঠাৎ আম্মু ক্যান্সারে মারা যান। আমার দায়িত্ব অনেক বেড়ে যায়। বাস্তবতা মেনে নিয়ে সামনে এগুতে থাকি। তবে, আম্মুকে হারানোর শোক আর একাকিত্ব আমাকে ঘিরে ফেলে। সেই সময় প্রিয় বন্ধুর সঙ্গে সম্পর্ক হয়। মূল সমস্যায় আসি, অনার্সে উঠে আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। বিষয়টি আমার পরিবার জানে না। ও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু ওর মা আমাকে সহ্য করতে পারে না। তিনি বলেন, আমাকে কোনো দিনও মানবেন না। প্রায়ই সম্পর্কেও ঝামেলা হয়। কিন্তু ও আমার পাগলামি মেনে নেয়। আগামী বছর দেশের বাইরে চলে যাবে। প্রিয় মানুষকে হারানোর কষ্ট আমি বুঝি। তাই ওকে হারানোর ভয় কাজ করে। ওর মা বাবা উচ্চশিক্ষিত, ওনারা ভদ্রভাবে ওকে সরিয়ে দিচ্ছেন না তো!    

- সুলতানা নাসরিন, চট্টগ্রাম।

সমাধান

আপনার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম, ছোটবেলা থেকেই আপনি আপনার পরিবারের সমস্যাগুলোর ভুক্তভোগী হয়েছেন। আসলে আমাদের সমাজে এখনো অনেক বাবা-মা রয়েছেন যারা ভালোবাসার সম্পর্ককে সহজভাবে দেখেন না। তাই বউ-শাশুড়ির সম্পর্কটাও সহজাত হয় না। আপনি নিজেই কিন্তু আপনার পরিবারের সূত্র ধরে বলেছেন সংসারে আপনার মা কি সমস্যার মুখোমুখি হয়েছেন। এরপরও কেন কোর্ট ম্যারেজের দিকে ঝুঁকলেন বিষয়টি পরিষ্কার নয়। যদি কেবলই ভালোবাসার জন্য করে থাকেন, তাহলে তো কিছুই বলার নেই। এখন যেহেতু আপনার স্বামী বিদেশ চলে যাচ্ছেন, তাই এর আগেই কোর্ট ম্যারেজের ব্যাপারটি প্রকাশ্যে আনা উচিত। মনে রাখবেন চোখের আড়াল তো মনের আড়াল। আর আপনি নিজেও সংশয় প্রকাশ করেছেন, আপনার স্বামীর পরিবার ওকে ভদ্রভাবে দূরে সরিয়ে দিচ্ছে। তাই ভবিষ্যতের উপর যদি আপনার নিজের আস্থা না থাকে তাহলে দ্রুতই পরিস্থিতির মোকাবিলা করা উচিত। না হলে পরবর্তীতে হয়তো সমস্যাটি আরও বড় আকার ধারণ করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর