শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আ ই ন বি দে র মু খো মু খি

দিলরুবা শারমিন আইনজীবী ও মানবাধিকারকর্মী

আ ই ন বি দে র   মু খো মু খি

আপনারা সম্পত্তির মূল দলিল সংগ্রহ করুন এবং আপনার সৎ মা ও ভাই-বোনদের দলিলকে চ্যালেঞ্জ করুন। আপনার সৎ মা আপনাদের চেয়ে কম অংশ পাবেন। জমিজমা জালিয়াতি সংক্রান্ত মামলা, এতে কেউ রেহাই পাবেন না।

  সমস্যা

আমরা আট ভাইবোন। ফরিদপুরে আমাদের বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। আমার পিতার দ্বিতীয় স্ত্রীর ঘরে পাঁচ সন্তান। আমার দাদা বা বাবা কেউই তাদের সম্পত্তি হেবা, দান, উইল বা বণ্টন করেননি। কিন্তু আমার সৎ মা ও তার পাঁচ সন্তান আমাদের দাদার ও বাবার সকল সম্পত্তি জাল দলিল করে নিজেদের নামে হেবা ও নাম জারি করে নিয়েছে। এখন আমরা কী করব?

- নাম প্রকাশে অনিচ্ছুক, টাঙ্গাইল।

 

সমাধান

আপনি অতি সত্বর আপনাদের দাদার ও বাবার (যদি বাবার কোনো সম্পত্তি থাকে) মূল দলিল সংগ্রহ করুন। আপনার সৎ মা ও ভাইবোনদের এই হেবা বা দলিলকে চ্যালেঞ্জ করে মামলা করুন। আপনার বাপ-দাদার সম্পত্তির ওপর আপনাদেরও সমান অধিকার রয়েছে। আপনার সৎ মা আপনাদের চেয়ে অবশ্যই কম পাবে। এর ব্যতিক্রম যে ঘটাবে তিনিই বিপদে পড়বেন। আর এসব জাল-জালিয়াতির সঙ্গে যে বা যারা জড়িত তারাও ফৌজদারি মামলায় জড়াবে। আপনি একজন দক্ষ জমিজমা বিষয়ের আইনজীবী ও একজন দক্ষ ফৌজদারি আইন বিশেষজ্ঞকে সব খুলে বলুন। তিনিই পথ দেখিয়ে দেবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর