শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মনোবিদের মুখোমুখি

‘সমস্যাটি যতটা না মানসিক তার চেয়ে বেশি পারিবারিক’

অধ্যাপক ডা. মোহিত কামাল মনোরোগ বিশেষজ্ঞ

মনোবিদের মুখোমুখি

সমস্যা

আমি একজন নারী। বয়স ২১ বছর। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। পরিবারে আমরা ৫ বোন ছাড়া কোনো ভাই নেই। আমি বোনদের মধ্যে ৩ নম্বর। আমার বাবা মারা যান প্রায় ৭ বছর আগে। তখন আমি মানসিকভাবে প্রচণ্ড আঘাত পাই। তার কয়েক মাস পর পারিবারিকভাবে আমার অমতে আমার বিয়ে হয়। আমার স্বামী আমার চেয়ে বয়সে ১৯ বছরের বড়। বয়সভেদের কারণে তার সঙ্গে আমার কথার কখনো মিল হয় না। এ জন্য সে আমাকে মারধর করে। বিয়ের এক বছর পর থেকে তার শারীরিকভাবে সমস্যা হয়। আমাদের দাম্পত্য জীবনে সমস্যা শুরু হয়। সে তার সমস্যা মানতে চায় না। এ কারণে আমি বাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু আমার মা আমাকে আবার স্বামীর কাছে পাঠিয়ে দেন। তারপর আমি আমার মায়ের ওপর জেদ করে চার বছর ধরে তার সংসার করছি। কিন্তু এখন পর্যন্ত তার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি না। এখন আমি কী করব?     - নিঝুম নুসরাত, খুলনা।

 

 

সমাধান

আপনার সমস্যাটি যতটা না মানসিক তার চেয়েও বেশি পারিবারিক। একেবারেই নিজের ইচ্ছার বিরুদ্ধে সংসার করছেন, বিষয়টি ঠিক নয়। কারণ জেদ করে কিছুই করা ঠিক নয়। আপনার মায়ের দিকটাও ভাবতে হবে। উনি কিন্তু অসহায়। এখন আপনার স্বামী যদি সত্যি শারীরিকভাবে নির্যাতন করে আর আপনি যদি চিন্তা করেই থাকেন তার সঙ্গে সংসার করা সম্ভব নয়, সে ক্ষেত্রে ভিন্ন কথা। যাই করুন, ভেবেচিন্তে করবেন। যেহেতু আপনার মায়ের সমর্থন পাওয়া সম্ভব নয়, তাই সবার আগে আপনার উচিত নিজের নিরাপত্তার বিষয়টি চিন্তা করা। কোথায় থাকবেন কী খাবেন এটা একটা বড় বিষয়। স্বামীর ঘর ছেড়ে কী করবেন সেটা নিয়ে ভাবতে হবে। যদি সেপারেশন চান তাহলে একজন আইনজীবীর শরণাপন্ন হন। আজকাল অনেক এনজিও অসহায় নারীদের পাশে দাঁড়াচ্ছে। সেরকম কোনো প্রতিষ্ঠান হলে ভালো হয়। আর প্রথমে নিজেকে গুছিয়ে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিন। প্রক্রিয়াটি যতটা সম্ভব গোপন রাখলেই আপনার জন্য ভালো হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর