শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফ্রেমবন্দী বিয়ের আয়োজন

ফ্রেমবন্দী বিয়ের আয়োজন

মানুষের জীবনে এমন কিছু বিশেষ মুহূর্ত আছে, যা আমরা চাইলেও ধরে রাখতে পারি না। কিন্তু কিছু বিশেষ মুহূর্ত অবশ্যই ধরে রাখা যায় আলোকচিত্রের মাধ্যমে। জীবনের এই আনন্দময় ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে রাখতে ছবির জুড়ি নেই। তাই বর্তমান সময়ে বিয়ের অনুষ্ঠান আয়োজনের মধ্যে বর-কনের ওয়েডিং ফটোগ্রাফি বিশেষভাবে প্রাধান্য পেয়ে থাকে। বিয়েতে ছবিগুলো আলোকচিত্রীরা শিফট গুনে করে থাকেন। তবে বিয়ের সময় ৩/৪ ঘণ্টা ছবি তুলতে খরচ পড়বে ৫ থেকে ২০ হাজার টাকা। বিয়ের সারা দিন পুরো অনুষ্ঠানের ছবি তুলতে খরচ পড়বে ৮ থেকে ৩০ হাজার টাকা। এ ছাড়া আরও বড় পরিসরে একাধিক চিত্রগ্রাহক দিয়ে ছবি তুলতে খরচ পড়বে ১২-৫০ হাজার টাকা। অনুষ্ঠানে যদি ভিডিও করতে চান, তা হলে ভিডিও সম্পাদনাসহ খরচ পড়বে ১০-৩০ হাজার টাকা। এ প্রসঙ্গে ড্রিমি ওয়েডিংয়ের প্রধান আলোকচিত্রী ও কর্ণধার রিপন খান বলেন, ‘আসলে আয়োজন ও চাহিদার ওপর ভিত্তি করেই মূলত বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার বাজেট নির্ধারণ করা হয়। তবে প্রত্যেকেরই উচিত কোনো ফটোগ্রাফার বা প্রতিষ্ঠানকে কাজ দিলে তাদের পোর্টফোলিও আগে থেকেই চেক করে নেওয়া।’ বিয়ের ছবি তোলার সঙ্গে সঙ্গে এসব ছবি সম্পাদন করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আলোকচিত্রী সাফাওয়াত খান বলেন, ছবি সম্পাদন করাও ফটোগ্রাফির একটি বিশেষ অংশ। বিশেষ করে ডিজিটাল মাধ্যম হওয়ার পর এ দিকটি ছবিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। এতে ছবির নান্দনিকতা বেড়ে যায় অনেক গুণ। তবে আলোকচিত্রী নিজেই যদি ছবি সম্পাদন করতে পারেন, তা হলে ভালো হয়। বাংলাদেশে বিয়ের ছবি তোলার জন্য অনেক প্রতিষ্ঠানই কাজ করছে। এ মুহূর্তে যেমন  ড্রিমি ওয়েডিংয়ে বিয়ের ছবির ওপর ছাড় চলছে। ফটোগ্রাফার রিপন খানের সার্বিক তত্ত্বাবধানে বিয়ের এ মৌসুমে যাবতীয় ফটোগ্রাফি ও উত্সব আয়োজনের ব্যবস্থা করছে ড্রিমি ওয়েডিং। যোগাযোগ : ০১৯১১৩৬৮২১৭।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর