শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আমার ত্বকের প্রধান সমস্যা ডার্ক সার্কেল। বিশেষ করে মসৃণ ত্বকের তুলনায় ভাঁজে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। এই সমস্যা সমাধানে অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কাক্সিক্ষত ফল পাচ্ছি না। ঘরোয়া উপায়ে যদি কোনো উপায় জানাতেন উপকার হতো।

                         আশনা ইকবাল, বরিশাল।

 

সমাধান

আমাদের দেশে ত্বকের অন্যান্য সব সমস্যার মধ্যে ডার্ক সার্কেল অন্যতম। এই সমস্যায় ভোগেন অনেকেই। এটি দূর করাও বেশ কষ্টসাধ্য। তবে খুব বেশি হতাশার কারণ নেই। সমস্যা সমাধানে একটি বাটিতে সামুদ্রিক লবণ আধা চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, মধু ১ চা চামচ নিন। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। তারপর মুখে লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। এবার আলতোভাবে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।  দেখবেন তাৎক্ষণিকভাবেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। এবার ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। প্যাকটি সপ্তাহে দুবার ব্যবহারই যথেষ্ট।

 

পরামর্শদাতা-

মনিরা রহমান

রূপ বিশেষজ্ঞ,

মিমোসা অর্গানিক স্যালন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর