শিরোনাম
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রেসিপি

ডিসেম্বর মানেই উৎসব। বড়দিন আর একের পর এক পার্টি। বাড়িতে তৈরি করে নিতে পারেন পছন্দের ডিশ...

রেসিপি

মামুন চৌধুরী : রন্ধনশিল্পী

টার্কি পট রোস্ট

উপকরণ

মাঝারি সাইজের টার্কি মুরগি ১ টা, কাশ্মীরি মরিচ গুঁড়া ২ চা চামচ, স্মোকি পাপরিকা পাউডার ২ চা চামচ, লবণ স্বাদমতো, বেকিং পেপার পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া ২চা চামচ, অলিভ অয়েল ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, আস্ত রসুন ১০ পিস, লেবুর রস ২ চা চামচ।

প্রণালি

প্রথমে মুরগিতে তেল, লবণ, গোলমরিচ, পাপরিকা, আদা বাটা, কাশ্মীরি মরিচ গুঁড়া ও লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিন। তারপর বেকিং পেপার দিয়ে মুরগি রোল করে ৪০ মিনিট ফ্রিজে রাখুন। এরপর বেকিং ট্রে দিয়ে ওভেনে ১৬০ ডিগ্রিতে এক ঘণ্টা ৩০ মিনিট রান্না করুন। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

বিফ রিভ রোস্ট

উপকরণ

গরুর ঘাড়সহ সিনার মাংস ১ কেজি, সয়াবিন তেল ৬ চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, পাসলি পাতা কুঁচি ৪ টেবিল চামচ, রেড় ওয়াইন ভিনেগার ১ কাপ, চিনি ২ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, টমেটো সস ৩ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আনারস জুস ৩ চা চামচ, সয়া সস ৪ টেবিল চামচ এবং বারবারকিউ সস ৪ টেবিল চামচ।

প্রণালি

প্রথমে একটা বাটিতে তেল, লবণ, সয়া সস, টমেটো সস, চিনি, আদা বাটা, রসুন বাটা দিয়ে মিশিয়ে নিন। এরপর মাংস তাতে দিয়ে ভালো করে মেখে নিন। এরপর রেড় ওয়াইন ভিনেগার, আনারস জুস, চিনি, স্বাদ মতো লবণ দিয়ে ফ্রিজে ৮ ঘণ্টা রাখুন। তারপর ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১ ঘণ্টা রান্না করুন। এবার নামিয়ে সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর