২৬ জুন, ২০১৮ ০৯:১৭

ইভিএম এ স্বাচ্ছন্দে ভোট দিচ্ছেন ভোটাররা

শেখ সফিউদ্দিন জিন্নাহ্, গাজীপুর থেকে:

ইভিএম এ স্বাচ্ছন্দে ভোট দিচ্ছেন ভোটাররা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। এ নির্বাচনে ৬টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।

মঙ্গলবার প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট দিতে পেরে ২৮ নম্বর ওয়ার্ডের রানী বিলাসমনি সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা।

ভোট প্রদান শেষে ভোটার হোসনে আরা রহমান বলেন, প্রথম বারের মত ইভিএম এর মাধ্যমে ভোট দিলাম, কোনো সমস্যা হয়নি। ভাল লেগেছে।

ভোটার তাজ উদ্দিন আহমেদ বলেন, এই কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম এর মাধ্যমে অল্প সময়ে ভোট দিতে পেরে ভাল লাগছে।

নির্বাচন কমিশনের পরিচালক মোস্তফা ফারুক ইভিএম এর ভোট প্রদান তদারকি করছেন। তিনি বলেন, ভোটাররা স্বাচ্ছন্দে ভোট দিচ্ছেন। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আশা করি কোনো সমস্যা হবে না।

এ কেন্দ্রে মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ৭০ জন। ৫টি বুথে ভোট গ্রহণ চলছে। এছাড়া পুরুষ ভোটারের সংখ্যা ১৯ শত ৩২ জন। ৪টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর