২৬ জুন, ২০১৮ ০৯:২২

ভোট দিলেন জাহাঙ্গীর

টিম বাংলাদেশ প্রতিদিন, গাজীপুর থেকে:

ভোট দিলেন জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার সকাল ৯টা ৫মিনিটে নগরীর ৩০ নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে জাহাঙ্গীর আলম বলেন, জনগণের সেবক হিসেবে গাজীপুরবাসী আমাকে ভোট দিবে। ভোট কেন্দ্রের সর্বশেষ ভোটারও যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আমি আমার সমর্থক ও কর্মীদের সহযোগিতার নির্দেশনা দিয়েছি।

জয় পরাজয় মেনে নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিবিদ হিসেবে জয়-পরাজয় যাই হোক, জনগণ যে রায় দেবে সেটাই মেনে নেওয়া উচিত।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে এ সিটির ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। তা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন ভোটার ভোট দিয়ে একজন মেয়র, ৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য কাউন্সিলর নির্বাচিত করবেন। 

এদিকে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে তৎপর রয়েছেন বিজিবি-র‌্যাব-পুলিশের সদস্যরা।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর