রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সংগীতে সংকট : উত্তরণের পথ

সংগীতে সংকট : উত্তরণের পথ

সংগীতে চলছে অস্থিরতা। আর এ অস্থিরতা নানামুখী। পাইরেসি, মানহীন গান, কপিরাইট, রয়্যালটি না পাওয়াসহ নানাবিধ সমস্যায় নিমজ্জিত সংগীতাঙ্গন। অনেক দিন ধরে এ নিয়ে নানামুখী মন্তব্য করে আসছিলেন সংগীতাঙ্গনের সদস্যরা। কিন্তু নির্দিষ্টভাবে একত্রিত হয়ে বিষয়গুলো নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি হচ্ছিল না। তাই বাংলাদেশ প্রতিদিনের উদ্যোগে এক হলেন তারা। গতকাল ইডব্লিউএমজিএল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় ‘সংগীতে সংকট : উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠক। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম-এর সঞ্চালনায় বৈঠকে অংশ নেন সংগীতশিল্পী, গীতিকার, অডিও প্রযোজক এবং র‌্যাব কর্মকর্তা।

চুম্বকাংশ তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ, জিন্নাতুন নূর, লাকমিনা জেসমিন সোমা এবং তানভীর আহমেদ।

ছবি তুলেছেন : রোহেত রাজীব।

যারা অংশ নিলেন

গাজী মাজহারুল আনোয়ার, গীতিকার ও চলচ্চিত্রকার

নঈম নিজাম, সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

শহীদুল্লাহ ফরায়েজী, গীতিকার

কুমার বিশ্বজিৎ, সংগীতশিল্পী

ফরিদা পারভীন, সংগীতশিল্পী

নকীব খান, সংগীতশিল্পী

হায়দার হোসেন, সংগীতশিল্পী

আলম দেওয়ান, লোকসংগীতশিল্পী

কমান্ডার মুফতি মাহমুদ খান, পরিচালক, আইন ও গণমাধ্যম, র‌্যাব

শুভ্রদেব, সংগীতশিল্পী

সেলিম চৌধুরী, সংগীতশিল্পী

আঁখি আলমগীর, সংগীতশিল্পী

শেখ শাহেদ আলী পাপ্পু, মহাসচিব, এমআইবি

আনোয়ার হোসেন, ভাইস-প্রেসিডেন্ট, এমআইবি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর