রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সমাজে যখন নৃশংসতা চলে গানই তখন হৃদয়ে মানবিক বোধ তৈরি করে

শহীদুল্লাহ ফরায়েজী গীতিকার

সমাজে যখন নৃশংসতা চলে গানই তখন হৃদয়ে মানবিক বোধ তৈরি করে

বাংলা গানের মর্যাদা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। এ কথা আমাদের মানতে হবে। একটি রাষ্ট্রের জন্য গান অপরিহার্য বিষয়। গান যত শক্তিশালী হবে রাষ্ট্রীয় চেতনাবোধ ততই বাড়বে। গান আলো দেয়, শক্তি জোগায়। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে গান বাঙালি জাতিকে উজ্জীবিত করেছে। এই চরম সত্যকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে না। আর এ অগ্রাহ্যই সংগীত জগতে চরম সংকট তৈরি করেছে। সমাজে যখন নৃশংসতা চলে গানই তখন হৃদয়ে মানবিক বোধ তৈরি করে। আর এই মানবিক বোধই প্রতিরোধের প্রধান হাতিয়ার। তাই গানকে প্রতিটি মানুষের হৃদয়ে ধারণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও সংসারে গানকে প্রতিষ্ঠা করতে হবে। শুধু তাই নয়, জাতীয় দায়িত্ব ও চেতনার আলোকে গানকে প্রতিষ্ঠিত করতেই হবে। এখন গান হয়ে পড়েছে দুর্বল। এর অনেক কারণ আছে। এগুলো চিহ্নিত করে গানকে সুসংহত করতে হবে। বাইরের দেশের গান শুনলেও আগে নিজের দেশের গানকে যথাযথ মর্যাদার আসনে উপবিষ্ট করতে হবে। শুধু পহেলা বৈশাখ নয়, সবসময়ই নিজ দেশের সংস্কৃতি ও গানকে নিজেদের মধ্যে লালন করতে হবে। আমরা ঋতু পরিবর্তনের মতো বাঙালিবোধে উদ্বেলিত হই। কিন্তু বাঙালিয়ানা প্রতিদিনের চর্চার বিষয়। এটিই সমস্যা থেকে উত্তরণের পথ বলে আমার বিশ্বাস।

পরিবর্তনশীল রাষ্ট্র ও সমাজব্যবস্থার কারণে সংগীতের পরিবর্তন হতে পারে। কিন্তু ঐতিহ্য হারাতে পারে না। এই ঐতিহ্য নিয়েই আমাদের এগোতে হবে। কারণ সংগীতেই সংগীতের প্রাণ আর ঐতিহ্য নিহিত। স্টাইলে পরিবর্তন হতে পারে কিন্তু নিত্যনতুন হৃদয় অনুসন্ধান করাই মানুষের ধর্ম। এই পরিবর্তনে হতাশার কিছু নেই।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর