রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সিডি প্লেয়ার চলছে না

সেলিম চৌধুরী সংগীতশিল্পী

সিডি প্লেয়ার চলছে না

যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে গান শোনার যন্ত্রের পরিবর্তন হয়েছে। আগের যুগে গান শোনার জন্য কোনো যন্ত্রপাতি ছিল না। মানুষ সরাসরি শিল্পীর গান শুনত। এর পর ক্রমান্বয়ে গ্রামোফোন, ক্যাসেট সিডি প্রভৃতি ডিভাইসে গান রিলিজ হতে থাকে। অর্থাৎ যখন যে টেকনোলজির যুগ তখন সেই টেকনোলজিতেই গান রিলিজ হয়েছে।

সে কারণে কোনো রিলিজের আগে একজন শিল্পীকে সর্বপ্রথম নির্বাচন করতে হবে, কোন মিডিয়াটি মানুষের কাছে সবচেয়ে সহজলভ্য। আর সেই ক্ষেত্রে আমি মনে করি মোবাইল ফোনই মানুষের এখন সবচেয়ে বহুল ব্যবহৃত ডিভাইস। আমরা এখন দেখছি বাড়িতে বাড়িতে আর সিডি প্লেয়ার চলছে না। অনেকের বাড়িতেই সিডি প্লেয়ার নেই। সুতরাং সিডিতে গান রিলিজ করে লাভ কী? আমি মনে করি, যেহেতু এখন মোবাইল টেকনোলজির যুগ, মোবাইলের ব্যবহার বেশি, সুতরাং মোবাইলেই গানগুলো রিলিজ করা যেতে পারে।  একটি নির্দিষ্ট কোড সংরক্ষণ বা সিস্টেম চালু করা যেতে পারে।  তাহলে আর পাইরেসির ভয়ও থাকে না।

তবে এ ক্ষেত্রে একটি সিস্টেমের মধ্যে এগিয়ে আসতে হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর