রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘দুস্থ শিল্পী’ শুনতে ভালো লাগে না

আঁখি আলমগীর সংগীতশিল্পী

‘দুস্থ শিল্পী’ শুনতে ভালো লাগে না

আমি অডিও ইন্ডাস্ট্রির স্বর্ণযুগের শেষ দিকের শিল্পী। আমার মতে, একজন শিল্পীর গান যদি সিডি আকারে প্রকাশ না হয় তবে সেই শিল্পীর গাওয়া গানটি ১০-২০ বছর পর কীভাবে শুনতে পারব? সিডি একই সঙ্গে গানের ইতিহাস হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু মোবাইল কোম্পানিগুলো এখন যেভাবে গান বের করছে আমার আশঙ্কা ভবিষ্যৎ প্রজন্ম গানগুলো খুঁজে পাবে না। এদিকে কিছু শিল্পী এখন সম্মানী না নিয়ে শুধু প্রচারের জন্য এফএম রেডিওতে গান পরিবেশন করছেন। এখানে শিল্পীদেরও দায়বদ্ধতা আছে। দুঃখের বিষয় এই যে, ভারতীয় শিল্পীরা যে উচ্চ পারিশ্রমিক নিয়ে আমাদের দেশে এসে গান পরিবেশন করছেন সে জায়গায় দেশি শিল্পীরা অর্ধেক পারিশ্রমিক দাবি করলেও আয়োজকরা তা দিতে চান না।  অর্থাৎ একদিকে শিল্পীদের গানের প্রচার নেই, অন্যদিকে তাদের সম্মানীও দেওয়া হচ্ছে না। ফলে খামচাখামচি করে বর্তমান শিল্পীদের উপরে ওঠার প্রবণতা দেখা যাচ্ছে।  এ অবস্থা চলতে থাকলে আমরা পরবর্তী প্রজন্মকে সংগীত পেশা হিসেবে নেওয়ার জন্য উৎসাহিত করতে পারব না। আর আমাদের দুস্থ শিল্পী ও ভারতীয় হিট শিল্পী শুনতে ভালো লাগে না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর