রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কমিটমেন্ট বলতে কিছু নেই

শেখ শাহেদ আলী পাপ্পু মহাসচিব, এমআইবি

কমিটমেন্ট বলতে কিছু নেই

সংগীতে সমস্যার মূল কারণ আমার মতে তিনটি।  প্রথমে পাইরেসির কথা বলব। এটি সংগীত জগৎকে রুগ্ন করে ফেলেছে। দ্বিতীয়ত, ওয়েবসাইট থেকে গান ডাউনলোড হচ্ছে খুশিমতো। ৫০ টাকা দিয়ে দোকান থেকে ওয়েবসাইটের মাধ্যমে এক থেকে দু’শ গান সহজেই ডাউনলোড করিয়ে নেওয়া যাচ্ছে। মানে গান এখন অবৈধভাবে বিক্রি হচ্ছে। তৃতীয়ত, শিল্পী ও প্রযোজককে সম্মানী না দিয়েই এফএম রেডিও অবাধে গান প্রচার করে যাচ্ছে। সম্মানী না পেলে সংগীতকাররা গান করবে কীভাবে? তাছাড়া মোবাইল কোম্পানিগুলোও গান নিয়ে ব্যবসা করে যাচ্ছে। কিন্তু শিল্পী বা প্রযোজককে তারা উপযুক্ত পারিশ্রমিক দিচ্ছে না। কপিরাইট আইন সম্পর্কে শিল্পীদের ধারণা কম থাকার সুযোগে সহজেই তারা প্রতারিত হচ্ছেন। তাছাড়া শিল্পী সংগঠনের কার্যকারিতা বা কমিটমেন্ট বলতে এখন কিছুই নেই। শিল্পীদের কমিটমেন্টের ক্ষেত্র তৈরি করতে হবে। অবস্থার উত্তরণ ঘটাতে এফএম রেডিও এবং মোবাইল কোম্পানির সঙ্গে প্রযোজকদের সমন্বয় দরকার।  এতে শুধু প্রযোজক বা শিল্পী নয়, সরকারও রাজস্ব পাবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর