১৭ জুন, ২০২৩ ১৪:২৬

দিনাজপুরে কোরবানির জন্য উদ্বৃত্ত পশু ২৮ হাজার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কোরবানির জন্য উদ্বৃত্ত পশু ২৮ হাজার

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুর জেলায় গরু, ছাগল, ভেড়া ও মহিষ মিলে ২ লাখ ৫৯ হাজার ১৩৮টি কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হবে। এবার জেলায় ২ লাখ ৩০ হাজার ৫০২টি কোরবানির পশু প্রয়োজন বলে জানায় জেলা প্রাণিসম্পদ বিভাগ। সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে উদ্বৃত্ত রয়েছে ২৮ হাজার ৬৩৬টি পশু। প্রাণিসম্পদ বিভাগের পরামর্শে পুষ্টিকর খাবার, খৈল, গম, ভুসি, ছোলাসহ সবুজ ঘাস খাইয়ে খুব সহজেই গবাদিপশু মোটাতাজাকরণ করছেন খামারিরা। খামারিরা গরু মোটাতাজাকরণ করে কোরবানির জন্য প্রস্তুত করেছেন। এসব কাজ মনিটরিংসহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দিচ্ছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। বাজারমূল্য ঠিক ও অবৈধ গরু ভারত থেকে না এলে এবারও লাভবান হওয়ার আশা খামারিদের। অনলাইন হাটেও গবাদিপশু কেনাবেচা হবে। সংশ্লিষ্টরা জানায়, ঈদুল আজহা সামনে রেখে জেলার প্রতিটি উপজেলায় অসংখ্য ছোট-বড় খামার গড়ে উঠেছে। দেশি গরু মোটাতাজা করা হয়েছে প্রাকৃতিক উপায়ে। সবুজ ঘাস, খড়, নানা ধরনের ভুসি, চকর, ভাত, খৈল ও ভিটামিন খাইয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। তবে গো-খাদ্যের দাম বেশি হওয়ায় গরু লালন-পালন করতে ব্যয় অনেক বেড়েছে। দিনাজপুরের ১৩ উপজেলায় ছোট-বড় মিলে ৬৬টি হাট বসে। এসব হাটে প্রচুর পরিমাণে পশু কেনাবেচা হয়। ইতোমধ্যে হাটগুলোতে গরু বেচাকেনা শুরু হয়েছে। খামারিদের আশা, অবৈধ পথে ভারত থেকে গরু না এলে লাভবান হবেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর