১৭ জুন, ২০২৩ ১৪:৩০

লালপুরে প্রস্তুত ৫০ হাজার পশু

নাটোর প্রতিনিধি

লালপুরে প্রস্তুত ৫০ হাজার পশু

ফাইল ছবি

ঈদুল আজহা সামনে রেখে নাটোরের লালপুরে ৫০ হাজার গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন স্থানীয় খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা যায়, গবাদিপশুর মধ্যে ষাঁড় ১০ হাজার ৪৬৪, বলদ ৩ হাজার ৮২৬, গাভী ৮৮৫, মহিষ ৪৫৪, ছাগল ৩ হাজার ১০০ ও ভেড়া ৩ হাজার ১৪২টি। উপজেলায় পশুর চাহিদা ৩৬ হাজার ৭৩০ হলেও ১২ হাজার ১৪০টি বেশি রয়েছে। যা দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে।

উত্তর লালপুর গ্রামের খামারি মিশুক হাসান সোহাগ বলেন, এ বছর উৎপাদন খরচের তুলনায় বাজার ভালো আছে। আশানুরূপ দাম পেলে খামারিরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তোষপুর গ্রামের খামারি মুর্শিদা খাতুন জানান, দুই বছর করোনার কারণে আমরা লাভবান হতে পারিনি। এ বছর কোরবানির জন্য প্রস্তুত করে পাঁচটি গরু ঢাকায় পাঠিয়েছি। বাকিগুলো স্থানীয়ভাবে বিক্রির জন্য রেখেছি। আশা করি এবার আমরা লাভবান হব। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার চন্দন কুমার সরকার বলেন, লালপুরের চাহিদার তুলনায় প্রায় ১২ হাজার বেশি পশু প্রস্তুত রয়েছে।

খামারিরা ঢাকাসহ সারা দেশে সেগুলো পাঠাচ্ছেন। বাজার স্থিতিশীল থাকলে আশা করি খামারিরা লাভবান হবেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর