শিরোনাম
২৫ জুন, ২০২৩ ১৭:১১

রাজবাড়ীর পশুর হাটে ব্যাপক পুলিশি নিরাপত্তা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পশুর হাটে ব্যাপক পুলিশি নিরাপত্তা

রাজবাড়ীর প্রতিটি পশুর হাটে সুষ্ঠ ব্যবস্থাপনা ও নিরাপত্তার স্বার্থে কাজ করছেন পুলিশ সদস্যরা। জেলার ২৩টি পশুর হাটে কাজ করছেন জেলা পুলিশের একাধিক টিম। হাট ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করছেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

আজ রবিবার দুপুরে রাজবাড়ীর পৌরসভার বিনোদপুর পশুর হাট পরিদর্শন করেন তিনি।

পশুর হাট পরিদর্শনের সময় জেলার বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে আসা ক্রেতা ও বিক্রেতাদের পরামর্শ প্রদান করেন তিনি। হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ আপনাদের সাথে আছে। জাল টাকা শনাক্তের জন্য হাটে মেশিন রয়েছে। প্রতিটি হাটে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে। আপনারা যেকোন প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণ করবেন। অপরিচিত ব্যক্তির থেকে কোন কিছু খাবেন না।

বিনোদপুর পশুর হাট পর্যবেক্ষণের সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর বিভিন্ন হাটে সুষ্ঠ ব্যবস্থাপনায় পশু ক্রয়-বিক্রয়ের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন হাটে আসা ক্রেতা- বিক্রেতাগণ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর