শিরোনাম
২৫ জুন, ২০২৩ ১৮:৪২

জমজমাট পাইকারি পশুরহাট বাগআঁচড়া সাতমাইল

বেনাপোল প্রতিনিধি

জমজমাট পাইকারি পশুরহাট বাগআঁচড়া সাতমাইল

ফাইল ছবি

ঢাকার গাবতলীর পর দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি পশুরহাট হিসেবে পরিচিত যশোরের বাগআঁচড়া সাতমাইল। ঈদুল আজহা সামানে রেখে ইতোমধ্যে এ হাটে জমে উঠেছে গরু-ছাগল বেচাকেনা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালের ব্যবসায়ীরা আস্তানা গেড়েছেন বাগআঁচড়া পশুর হাটে। সপ্তাহে দুই দিন (শনি ও মঙ্গলবার) বসে সাতমাইলের পশুহাট। সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, খুলনা ঝিনাইদহ থেকে খামারিরা হাজার হাজার গরু নিয়ে আসছেন এখানে। এবার গরু বিকিকিনি বেশ ভালো। হাটের দিন কয়েক শ ট্রাক গরু যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। বরাবরের মতো এ বছরও মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। গতকাল বাগআঁচড়া গরুরহাট ঘুরে দেখা গেছে, ১ লাখ থেকে ১ লাখ ৫০ হাজার টাকার গরু বেচাকেনা হচ্ছে বেশি। কুষ্টিয়ার কুমারখালী থেকে পাঁচটি মাঝারি সাইজের গরু নিয়ে এসেছেন আক্তার আলী ও মমরেজ। ৩ ঘণ্টার মধ্যে গরুগুলো বিক্রি করে ফেলেন। ভালো দামে গরু বিক্রি করতে পেরে খুশি তারা। আক্তার আলী জানান, গরুর পোষা কষ্টসাধ্য হয়ে উঠেছে। ভুসি-খৈলের দাম বেড়ে যাওয়ায় কমদামে গরু বিক্রি করা যাচ্ছে না। বেনাপোলের ব্যবসায়ী ওছমান ৪ লাখ ৩৫ হাজার টাকা দিয়ে কিনেছেন মাঝারি সাইজের দুটি গরু। তিনি জানালেন গতবারের চেয়ে এবার দাম একটু বেশি। গরু হাটের ইজারাদার ইলিয়াস কবির বকুল জানান, এ বছর গরুর আমদানি ভালো। বেচাকেনাও সন্তোষজনক। আশা করছি, মঙ্গলবার এবং বুধবারের স্পেশাল হাটে বেচাকেনা আরও জমবে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর