২১ মার্চ, ২০২২ ১৪:১৫

স্বাস্থ্যসেবার উন্নয়নে ষষ্ঠ বছরে পদার্পণ করলো লাইফস্প্রিং

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যসেবার উন্নয়নে ষষ্ঠ বছরে পদার্পণ করলো লাইফস্প্রিং

৫ম বর্ষপূর্তী উদযাপন করলো দেশের অন্যতম উদীয়মান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লাইফস্প্রিং। এ বিষয়ে সম্প্রতি আর্মি গলফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্টে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লাইফস্প্রিং-এর চেয়ারম্যান এবং লিড সাইকোলজিস্ট ইয়াহিয়া মো: আমিন বলেন, “একটি কমিউনিটি-ভিত্তিক, পেশেন্ট-ফার্স্ট পদ্ধতিতে লাইফস্প্রিং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করার লক্ষ্যে কাজ করছে। বিশ্বের ১৮টি দেশের প্রবাসী বাংলাদেশিরা সাইকোলজিক্যাল সাপোর্টসহ নানান চিকিৎসা পরামর্শের জন্য লাইফস্প্রিং-এর সাথে যোগাযোগ করছে, যা সত্যিই ভীষণ গর্বের।”

লাইফস্প্রিং-এর ম্যানেজিং ডিরেক্টর এবং লিড সাইকিয়াট্রিস্ট সায়েদুল আশরাফ বলেন, “বাংলাদেশের জনগণের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করাই আমাদের উদ্দেশ্য। সেইসাথে আমরা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে চাই। আমাদের সেবাসমূহ সম্প্রসারণের মাধ্যমে, আমরা এখন সামাজিক সচেতনতা এবং শারীরিক স্বাস্থ্যসেবা প্রদানকারী শাখা শুরু করছি।”


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর