৬ এপ্রিল, ২০২২ ১১:২২

আলঝেইমার ব্যাধির সঙ্গে জড়িত ৪২টি অজানা জিন আবিষ্কার

অনলাইন ডেস্ক

আলঝেইমার ব্যাধির সঙ্গে জড়িত ৪২টি অজানা জিন আবিষ্কার

আলঝেইমার রোগের প্রকোপ বাড়ানোর সঙ্গে যুক্ত নতুন আরও ৪২টি জিন সম্পর্কে জানতে পেরেছেন বিজ্ঞানীরা। আলঝেইমারের জিনগত ঝুঁকি নিয়ে বৃহত্তর গবেষণায় জিনগুলো সম্পর্কে জানা যায়। এই গবেষণাকে আলঝেইমার নিয়ে গবেষণায় মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। ৪ এপ্রিল ন্যাচার জেনেটিক সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে।  

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ৮টি দেশের সম্মিলিত এ গবেষণায় নেত্বত্ব দিয়েছেন ফ্রান্স ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্সের অধ্যাপক জ্যঁ-চার্লস ল্যাম্বার্ট।

গবেষণাটির সঙ্গে যুক্ত ছিলেন কার্ডিফ ইউনিভার্সিটির ইউকে ডিমনেশিয়া রিসার্চ ইন্সটিটিউটের কেন্দ্রীয় পরিচালক জুলি উইলিয়ামসও।  তিনি বলেন, ধূমপান, শরীরচর্চা, ডায়েট আলঝেইমারের ঝুঁকির ক্ষেত্রে নানা ধরনের প্রভাব রাখতে সক্ষম। আমরা নিজেরাই জীবনযাপনে পরিবর্তন এনে আলঝেইমারের ঝুঁকি কমানোর ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারি। আলঝেইমার হওয়ার ঝুঁকি ৬০ থেকে ৮০ শতাংশ আমাদের জিনগত। 

সূত্র : সিএনএন


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর