১৩ মার্চ, ২০২৪ ১৬:৩২

৭০ বছর ‘আইরন লাংসে’ থাকা ব্যক্তি মারা গেছেন

অনলাইন ডেস্ক

৭০ বছর ‘আইরন লাংসে’ থাকা ব্যক্তি মারা গেছেন

পল আলেকজান্ডার নামে ৭০ বছর ‘আইরন লাংসে’ ভেতর থেকে ব্যক্তি মারা গেছেন। ছয় বছর বয়সে পোলিওতে আক্রান্ত হওয়ার পর ৬০০ পাউন্ড ওজনের ধাতব কাঠামোর ভেতরে থাকতে বাধ্য হন তিনি।

‘পোলিও পল’ নামে পরিচিত আলেকজান্ডার ১৯৫২ সাল থেকে এই রোগে আক্রান্ত হয়ে ঘাড় থেকে নিচ পর্যন্ত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।

উপসর্গ দেখা দেওয়ায় তাকে টেক্সাসের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপর নিজেকে ‘আইরন লাংসে’ এর ভেতর আবিষ্কার করেন তিনি।

মঙ্গলবার তার নিজের গোফান্ডমি পেজে তার মৃত্যুর খবর জানানো হয়।

ছোটবেলায় পোলিও থেকে বেঁচে থাকার পর তিনি ৭০ বছরেরও বেশি সময় ধরে ‘আইরন লাংসে’র ভেতরে বেঁচে ছিলেন। এই সময়ের মধ্যে পল কলেজে যান, একজন আইনজীবী এবং একজন প্রকাশিত লেখক হয়ে উঠেছিলেন। তার লেখা গল্প বিস্তৃত এবং বিশ্বজুড়ে মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছিল।

 ক্রিস্টোফার উলমার যিনি পলের পেজ তৈরি করেছিলেন এক আপডেটে বলেছেন, পল একজন অবিশ্বাস্য রোল মডেল ছিলেন যাকে স্মরণ করা অব্যাহত থাকবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর