রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

সায়াটিকার তীব্র ব্যথা

সায়াটিকার তীব্র ব্যথা
কোমর ব্যথা যখন পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায় তখন তাকে আমরা সায়াটিকা বলি। আসলে সায়াটিকা কোমর ব্যথারই সম্প্রসারিত রূপ। এই প্রদাহের ফলে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। ব্যথা কোমর থেকে পায়ের পেছনের অংশ দিয়ে হাঁটু ও গোড়ালি পর্যন্ত চলে যেতে পারে। অনেকে পা চিবানো বা ঝিঁ ঝিঁ অনুভব করে থাকেন। অনেকে আবার কোমরের চেয়ে পায়েই বেশি ব্যথা অনুভব করেন। বিশ্রাম অবস্থায় ব্যথা কিছুটা কম থাকলেও দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে ব্যথা বৃদ্ধি পায়। ব্যথা বেশি তীব্র হলে রোগী শুয়ে থাকতে বা ঘুমাতে পারেন না। ব্যথা কমানোই সায়াটিকা রোগের মূল লক্ষ্য। এক্ষেত্রে ওষুধ ও ইলেকট্রোথেরাপির সম্মিলিত চিকিৎসা ভালো কাজ করে। তবে কোমরের এমআরআই এর মাধ্যমে রোগ সম্পর্কে নিশ্চিত হতে হবে। ডা. মোহাম্মদ আলী পরিচালক, এইচপিআরসি, ঢাকা। ফোন: ০১১৯৭৩৫৯৭৯৭

সর্বশেষ খবর