রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

হ্যালো ডক্টর

পাঠকদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্নেরউত্তর দিচ্ছেন ত্বক ও কসমেটিক সার্জন ডা. একেএম মাহমুদুল হক খায়ের

হ্যালো ডক্টর
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪২। প্রায় দুই বছর ধরে আমার ঘাড়ে ও গলায় অনেক আচিল হয়েছে। আমি এর স্থায়ী সমাধান চাই। উত্তর : মাত্র এক সেশন চিকিৎসায় আধুনিক কসমেটিক সার্জারির মাধ্যমে আপনার আচিল গুলো নিমর্ূল করা সম্ভব। এতে কোনো পাশর্্বক্রিয়া নেই। প্রশ্ন : আমার সারা দেহে চুলকানি। এ যেন এক অসহ্য বিড়ম্বনা। উত্তর : আপনি সম্ভবত ফুড-এলার্জিতে ভুগছেন। নতুবা অন্য কিছু। বর্তমানে চিকিৎসার মাধ্যমে এলার্জি নিমর্ূল করা সম্ভব। তাই দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক ও এলার্জি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। প্রশ্ন : আমি নববিবাহিত। বয়স ৩২। বিয়ের ৬ মাস হয়েছে। শারীরিক অক্ষমতায় দাম্পত্য কলহ শুরু হয়েছে। এর সমাধান আছে কি? উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত মানসিক। নতুবা সেঙ্ হরমোনের ভারসাম্যহীনতা। বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে আপনার সমস্যাটি সারানো সম্ভব। প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৫০। আমার হাতের নখগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে। বর্তমানে এ অবস্থায় ঘরের বাইরে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে। উত্তর : এতে ঘাবড়ানো বা লজ্জিত হওয়ার কিছু নেই। আপনার নখগুলো সম্ভবত ডিসট্রোপি হয়ে গেছে। বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে খুব সহজেই এ নখগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। উত্তরদাতা : ত্বক ও যৌন রোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন : ৯৩৪০৫৭৯

সর্বশেষ খবর