শনিবার, ১৩ জুলাই, ২০১৩ ০০:০০ টা

হ্যালো ডক্টর

পাঠকদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন ত্বক ও কসমেটিক সার্জন ডা. একেএম মাহমুদুল হক খায়ের

হ্যালো ডক্টর

প্র : আমি অবিবাহিত। বয়স ২১। মাথার প্রায় অর্ধেক চুল পড়ে গেছে। চিকিৎসা আছে কি- যাতে নতুন চুল গজাবে। -লুবনা। গাজীপুর।

উ : অত্যাধুনিক স্টেমসেল থেরাপি বা বৈজ্ঞানিক আধুনিক চিকিৎসার মাধ্যমে পাশর্্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনার মাথায় নতুন চুল গজানো সম্ভব।

প্র : আমি বিবাহিত। বয়স ৪১। মাথায় অনেক খুশকি। দ্রুত খুশকি থেকে মুক্তি চাই। -মিসেস আনোয়ারা। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

উ : বর্তমানে খুশকির আধুনিক চিকিৎসা হাতের নাগালে। তাই দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

প্র : আমি বিবাহিত। বয়স ৫২। দীর্ঘদিন ধরে আমার দু'পায়ে একজিমা আছে। আছে অসম্ভব চুলকানি। -আবুল হোসেন। কলাবাগান, ঢাকা।

উ : এ সমস্যা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। বর্তমানে একজিমা কোনো কঠিন রোগ নয়। পাশর্্বপ্রতিক্রিয়া ছাড়াই বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব। অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।

লেখক : ত্বক, যৌন ও অ্যালার্জি বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফোন: ০১১৯৯৪০০৭৮৪

 

 

সর্বশেষ খবর