শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

হ্যালো ডক্টর

পাঠকদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন ত্বক ও কসমেটিক সার্জন ডা. একেএম মাহমুদুল হক খায়ের

হ্যালো ডক্টর

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৩২। এ বয়সেই আমার মুখে, ঘাড়ে ও হাতে বয়সের চিহ্ন ভরে গেছে। -মিসেস কবিতা, বনানী, ঢাকা।

উত্তর : চিন্তার কারণ নেই। 'মেসোথেরাপি'র মাধ্যমে মুখ ও দেহের বয়সের চিহ্ন পাশর্্বক্রিয়া ছাড়াই এক সেশন চিকিৎসায় নিমর্ূল করতে সক্ষম।

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৩। অনেক দিন ধরে আমার দু'হাতের তালুতে ঘাম হচ্ছে। এতে আমি সামাজিকভাবে বিব্রত। অনেক ওষুধ খেয়েছি। সুফল পাইনি। এর কোনো সঠিক চিকিৎসা আছে কি? -লতা। আগ্রাবাদ। চট্টগ্রাম।

উত্তর : আপনার রোগটির নাম হাইপার-হাইড্রোসিস। কারণ শনাক্ত করে বর্তমানে আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে আপনার সমস্যাটির সমাধান সম্ভব।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪০। বিয়ের সময় আমি শারীরিকভাবে সক্ষম ছিলাম। কিন্তু বর্তমানে দাম্পত্য জীবনে অনেকটাই অক্ষম। এর স্থায়ী কোন সমাধান আছে কী?

উত্তর : আপনার রক্তে সেঙ্-হরমোনসমূহের ভারসাম্যহীনতা শনাক্ত করে কোনো যৌনরোগ বিশেষজ্ঞ সঠিক পরামর্শ দিতে পারেন।

প্রশ্ন : আমার মুখে অনেক বাদামী তিলা। এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গেছে। প্লিজ তিল থেকে মুক্তির একটি সুপরামর্শ দেবেন

উত্তর : আপাতত রোদ থেকে দূরে থাকুন। না কমলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে 'লেজার' চিকিৎসার মাধ্যমে মুক্তি পেতে পারেন। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, এসব ক্ষেত্রে অপচিকিৎসার ব্যাপারে সতর্ক থাকতে হবে। অন্যথায় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

লেখক : ত্বক, যৌন ও এলার্জি বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট,

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন : ৯৩৪২২১৯

 

 

সর্বশেষ খবর