এ সময়টাতে আবহাওয়ার খামখেয়ালিপনা লক্ষ্য করা যায়। কখনো গরম, কখনো বা ঠান্ডা। এ সময় শিশুর খাওয়া-দাওয়া থেকে শুরু করে গোসল ও পোশাক নির্বাচনে মায়েদের বিশেষ যত্নবান হতে হবে। শিশুর প্রতি বিশেষ যত্নবান হলে এসব সমস্যা সহজেই এড়ানো সম্ভব। সাধারণত শিশুদের পেট খারাপ বেশি হয়ে থাকে। শিশুর পেট খারাপ হলে তাকে ঘন ঘন স্যালাইন খাওয়াতে হবে। সেই সঙ্গে পানি অথবা ডাবের পানি খাওয়াতে হবে। একই সঙ্গে তাকে তরল খাবারও দিতে হবে। যতক্ষণ পর্যন্ত শিশুর পায়খানা স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণ এই নিয়ম মেনে চলতে হবে। এছাড়া ঈদ পরবর্তী এ সময়ে শিশুদেরকে চর্বিযুক্ত খাবার না খাওয়ানোই ভালো। চর্বিতে পেট খারাপের আশঙ্কা বেড়ে যায়। -স্বাস্থ্য ডেস্ক