শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা

হ্যালো ডক্টর

পাঠকদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন ত্বক ও কসমেটিক সার্জন ডা. একেএম মাহমুদুল হক খায়ের

হ্যালো ডক্টর

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ১৯। মুখ ও ঠোঁটের ত্বক দুধের মতো সাদা হয়েছে। -রূপা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

উত্তর : আপনার ত্বকের রোগটির নাম শ্বেতী। ইংরেজিতে বলা হয় vitiligo. আধুনিক বৈজ্ঞানিক কসমেটিক সার্জারি 'মিনি-পাঞ্চ গ্রাফটিং'-এর মাধ্যমে মাত্র এক সেশন চিকিৎসায় সমস্যাটি নির্মূল করা সম্ভব।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪০। বর্তমানে সহবাসে অক্ষম। এতে আমাদের দাম্পত্য কলহ শুরু হয়েছে।- আমীর হোসেন, ঢাকা।

উ: আপনার সমস্যাটি সম্ভবত পুরুষত্বহীনতা। দেহের সেক্স-হরমোনের ভারসাম্য পরীক্ষা করে সমস্যাটি স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব।

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ৩১। ইতিমধ্যে মাথায় টাক হয়েছে এবং চিকিৎসা করতে হবে। আমাকে সমাধান দিন। - মো. রফিক, ফরিদগঞ্জ, চাঁদপুর।

উত্তর : 'স্টেম-সেল থেরাপি'র মাধ্যমে টাক নির্মূল করা সম্ভব।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৩৩। বেশ কিছুদিন ধরে আমার পায়ের তলা ফেটে যাচ্ছে। এটি খুবই যন্ত্রণাদায়ক। - সালমা বেগম, যশোর।

উত্তর : রক্তের হরমোন পরীক্ষা করে যথাযথ চিকিৎসা নিলে পায়ের এ ফাটা রোগ কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই নির্মূল করা সম্ভব।

লেখক : ত্বক, যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন: ৯৩৪২২১৯

 

সর্বশেষ খবর