শনিবার, ১৭ মে, ২০১৪ ০০:০০ টা

টিপস

টিপস

এনাল ফিশার : মলদ্বারের চারপাশের ভিতরের কপাটিকা অংশে চির খেয়ে ফেটে গেলে ক্ষুদ্র ধমনী স্ফিত বা বুটি হলে তা একটি অর্শের মতো দেখায়। একে এনাল ফিশার বলে। সাধারণত কুন্থন অভ্যাস কৃমি, মল শক্ত হওয়া ও বংশগত কারণে মলদ্বার কপাটিকায় ফাটল ধরে।ক্লিনিক্যাল ফিচার : প্রতিবার মলত্যাগের সময় চাপ পড়ায় এইচির আরও বড় হয়। প্রচণ্ড জ্বালাময়ী এ রোগ। ফোঁটাফোঁটা রক্ত পড়তে থাকে। মলদ্বারের উপরে ও ভিতরে ছোট বুটি দেখা দেয়। উপশম : বরফ ছোট টুকরো করে ভিতরে দিলে সাময়িক উপশম হয়। ওষুপখ সাধারণত ভালো হতে চায় না। সার্জিক্যাল চিকিৎসা : ইনজেকশান প্রকটোকেন ইন অয়েল ০৫ থেকে ১০ মিলি ফিশারের স্থানে দিলে শিথিল হয়। এনাল ডাইলেটর দ্বারা ডাইলেট করলে ভালো ফল পাওয়া যায়। অথবা সার্জারি করে ফিশারটি (বুটি বা প্যাপিলি) সম্পূর্ণ কেটে বাদ দেওয়া যায়। একে ফিশারেকটমি বলে। মনে রাখুন : O.P.D অনেক সময় রোগীর ভর্তির প্রয়োজন হয় না। তখনই রোগী বাড়ি চলে আসতে পারে।

ডা. কাজী মোহাম্মদ বখতিয়ার

মেডিসিন বিশেষজ্ঞ, ফোন: ১৯৩৮৭৫০০৩০

 

 

সর্বশেষ খবর