শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

প্রেসক্রিপশন

প্রেসক্রিপশন

জীবনে কমবেশি পাইলসের সমস্যায় ভোগেননি এমন

ব্যক্তির সংখ্যা অতি সামান্য। পাইলস বলতে আমরা বুঝি মলদ্বারে ব্যথা ও ফুলে যাওয়া। মলদ্বার দিয়ে রক্ত বের হওয়া ও মলদ্বারের বাইরে কিছু অংশ

ঝুলে পড়ে আবার ভিতরে ঢুকে যায় ইত্যাদি। মলদ্বারের ভিতরের ও বাইরের শিরা স্ফিত, চর্ম শক্ত ও কুঞ্চিত হয়ে ছোট বালির সৃষ্টি হয়। পাইলস দেখতে আঙ্গুর ফলের থোকার মতো।

পাইলস দুই প্রকার যথা- রক্ত অর্শ এবং বায়ুজনিত অর্শ।

রক্ত অর্শ : পায়খানার সঙ্গে রক্ত, হলদে কিংবা লালচে পানির

মতো দুর্গন্ধযুক্ত পদার্থ বের হয়।

বায়ুজনিত অর্শ : এক্ষেত্রে পায়খানার সঙ্গে রক্ত কিংবা লালচে বা হলদে পানি দেখা যায় না। কিন্তু মলদ্বারের চুলকানি, ব্যথা ও কোষ্ঠকাঠিন্য থাকার কারণে মলদ্বার ফোলা থাকে।

পরামর্শ : পায়খানা ক্লিয়ার বা পরিষ্কার হয়, এমন খাবার খাওয়া উচিত। শাক-সবজি, অাঁশ জাতীয় খাবার, ফলফলারি বেশি খাওয়া, ইসুবগুলের ভুসির শরবত পান করা ইত্যাদি। দৈনিক ৬-৮ গ্লাস পানি পান করা উচিত।

আলহাজ ডা. এম এন ইসলাম

হোমিওপ্যাথিক কনসালটেন্ট

ফোন : ০১৭৫২-১১৭ ১৬১

 

সর্বশেষ খবর