শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

জেনে রাখা ভালো

পেটের সমস্যাগ্রস্ত রোগীর ভোগান্তির অন্ত নেই। আইবিএস অনেকের কাছে একটি আতঙ্কের নাম। আইবিএ (ইরটেবল বাওয়েল সিন্ড্রোম) এর রোগীদের দীর্ঘ মেয়াদি পেটের সমস্যা, অর্থাৎ বদহজম আমাশয় চিরজীবনের সঙ্গী হয়ে যায়। পেটে হঠাৎ করে কামড় দেবে এবং সঙ্গে সঙ্গে টয়লেটে যাওয়া লাগে। ভোরবেলা একবার ঘুম থেকে উঠার পর একবার, বিকালে ও রাতে একবার করে, অনেক সময় খাবার খাওয়ার পরপরই টয়লেটে যেতে হয়।

উপসর্গ : বদহজম, পেটের মধ্যে ভুটভুট শব্দ করে, পেটের মধ্যে কোঁক কোঁক করে ডাকা বা আহারের পর পেটের অশান্তি বৃদ্ধি, পায়খানার সঙ্গে বিজল যায়, পেটে কামড় দিয়ে ব্যথা করে, টয়লেট সারার পরও মনে হয় যেন এখনো ভিতরে কি যেন আটকে আছে। টয়লেটের পর কিছু সময়ের জন্য আরাম অনুভব হবে। কোষ্ঠকাঠিন্যও হবে।

আলহাজ ডা. এমএন ইসলাম হোমিও কনসালটেন্ট, ডিসিসি মেম্বার, মহাখালী ঢাকা।

 

 

সর্বশেষ খবর