শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

নাক দিয়ে রক্ত পড়লে...

নাক দিয়ে রক্ত পড়লে...

নাক দিয়ে রক্ত পড়া আমাদের সাধারণ সমস্যা। হয়তো এমন কোনো লোক নেই যার জীবনে কোনো এক সময় তার নাক দিয়ে রক্ত পড়েনি। এই সমস্যা বাচ্চাদের দেখা যায় বেশি যারা অযথা নাক খোঁচায় এবং বৃদ্ধ বয়সে দেখা যায় বেশি যারা উচ্চরক্তচাপ ও নানা মেডিকেল রোগে ভোগেন। কারণসমূহ : কেন নাক দিয়ে রক্ত পড়ে? একে তিন ভাগে ভাগ করা যায়। যথা: ক) কারণ ছাড়া নাক দিয়ে রক্ত পড়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। খ) নাকে সমস্যার জন্য ১. আঘাতজনিত কারণ। ২. নাকের সর্দি, সাইনোসাইটিস। ৩. নাকের ভিতর টিউমার। ৪. মাসিকের সময় এবং গর্ভাবস্থায়। ৫. নাকের অপারেশন।গ) সাধারণ কারণ : ১. (Aspirin Warfarin) ওষুধ সেবনের সময়। ২. উচ্চরক্তচাপ। ৩. রক্তের জমাট বাঁধার সমস্যা হিমফিলিয়া, লিউকোমিয়া ইত্যাদি। কোনো জায়গা থেকে রক্ত পড়ে নাকের সামনের অংশ থেকে সাধারণত বেশি রক্তে পড়ে। তবে নাকের পেছনের অংশ থেকে রক্ত পড়লে সেটা অনেক সময় মারাত্মক আকার ধারণ করে।

চিকিৎসা : নাক দিয়ে রক্ত পড়লে সঙ্গে সঙ্গে বসে পড়ুন এবং বৃদ্ধ ও নির্দেশক আঙ্গুল দিয়ে নাকের সামনের নরম অংশে চাপ দিন এবং মুখ দিয়ে শ্বাস নিন। এভাবে ৫-১০ মিনিট চেপে ধরলে অনেক ক্ষেত্রে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। ঠাণ্ডা বা বরফ উভয় দিতে পারেন। এতেও বন্ধ না হলে হাসপাতালে বা নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন। বিশেষজ্ঞরা যা করেন সেটা হলো- ১. রক্তের উৎস, ২. নাক-প্যাক দেয়া (ওফরড়ঢ়ধঃযর অঘঝ/চঘঝ চধপশ), ৩. মেডিকেল কারণে রক্ত পড়লে তার চিকিৎসা করা, ৪. নাকের পেছনের অংশ থেকে রক্তে পড়লে রোগীর অবস্থা আশঙ্কা যুক্ত হতে পারে। অনেক সময় আমরা রক্তধমনী External artery বেঁধে দেয়া হয়। তবে ইদানীং স্টেলিস্কোপ দিয়ে নাক পরীক্ষা করে রক্তের উৎস Cautery করা হয় জটিল রোগীর ক্ষেত্রে। মনে রাখতে হবে নাক দিয়ে রক্ত বেশি পড়লে রক্তশূন্যতাসহ রোগীর মৃত্যুও হতে পারে। যদি সময়মত চিকিৎসা না করা হয় তাহলে জটিলতা বাড়তে পারে। তাই প্রাথমিকভাবে রক্ত বন্ধ করতে না পারলে হাসপাতালে বা নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত। মুল কথা হল, প্রতিকার নয় প্রতিরোধ সর্বদা উত্তম।

ডা. এমএ মতিন, বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল।

 

সর্বশেষ খবর