শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ব্রণ যখন কিশোর কিশোরীর

ব্রণ যখন কিশোর কিশোরীর

ব্রণ যতটা না ত্বকের সমস্যা, তার চেয়েও বেশি মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দেখা গেছে, কেউ কেউ এত মারাত্দকভাবে এ সমস্যায় ভুগছেন, যাতে গুরুতর মানসিক মানসিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন। সাধারণত তৈলাক্ত এবং অপরিষ্কার ত্বকে ব্রণ দেখা দেয়। আবার যাদের মাথায় খুশকি আছে, তাদেরও ব্রণ হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ব্যথা ও জ্বর হয়।

প্রতিকার : খুব সহজেই ব্রণের প্রতিকার করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। প্রয়োজন হয় দীর্ঘমেয়াদি চিকিৎসার। তবুও আমরা চিকিৎসকরা ব্রণের চিকিৎসা করে থাকি। সাধারণত ব্রণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক এবং টপিক্যাল মেডিসিন দেওয়া হয়। এছাড়া অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবানও ব্যবহার করা যায় । যাদের ব্রণের কারণে মুখে গর্ত হয়ে গেছে, তারা লেজার চিকিৎসাও নিতে পারেন।

ডা. জান্নাতুল শারমিন জোয়ার্দার, চর্ম ও লেজার বিশেষজ্ঞ, ডক্টরস ভিউ, ধানমন্ডি, ঢাকা।

 

সর্বশেষ খবর