বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জেনে রাখা ভালো

জেনে রাখা ভালো

শীতকালের শুরু থেকে পুরো শীতকালে অনেকেই এক ধরনের শুষ্ক চর্মরোগে ভোগেন। চর্মের শুষ্কতা, হাতে-পায়ের চামড়া মোটা ও শক্ত হয়ে তার মধ্যে ফাটল ধরা, খোলস উঠা, গোড়ালিতে ফাটল ধরা, ওইসব ফাটল থেকে কারও কারও রক্ত ঝরা, আঙ্গুলের ফাঁকে ক্ষত হওয়া, সোরিয়াসিস ইত্যাদি। এগুলো গ্রীষ্মকালেও থাকতে পারে কিন্তু ব্যাপক বা মারাত্মক নয়। অ্যালোপ্যাথিক এবং অন্যান্য শাস্ত্রমতে চিকিৎসা হলো ভেসলিন, মলম ইত্যাদি প্রলেপ বা মালিশ করা। তাতে আক্রান্ত স্থান নরম থাকে এবং রোগী সাময়িক আরামবোধ করে তবে নির্মূল হয় না। এসব রোগের হোমিও ওষুধ হলো পেট্রোলিয়াম-৩০ ও গ্রাফাইটিস-৩০ শক্তি।  এ ওষুধ সোরিয়াসিস জাতীয় চর্মরোগও আরোগ্যে সক্ষম। তবে সোরিয়াসিসের জন্য অন্যান্য ওষুধও প্রয়োজন হতে পারে।

ডা. মো. আবু তাহের

বিএসসি; ডিএইচএমএস, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর