শিরোনাম
মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এ সময়ে শিশুর যত্ন

ঋতুর পরিবর্তনের সময় শিশুদের বাড়তি যত্নের প্রয়োজন। কারণ এই সময় দিনের বেলা গরম আর রাতের বেলা ঠাণ্ডা পড়ে। শিশুরা এই বিরূপ আবহাওয়ার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে না। ফলে জ্বর, সর্দি, কাশি, চোখ ওঠা, চিকেন পক্সসহ নানা ধরনের রোগে আক্রান্ত হয়। জ্বর হলে নাপা, সর্দি-কাশির জন্য হানিকল সিরাপ বা তুলসী পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়াতে পারেন। তিনদিনের মধ্যে ভালো না হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। রাতে ডায়াপার পরিয়ে রাখলে বাবা, মা হয়তো একটু আরামে ঘুমুতে পারেন কিন্তু শিশুর স্কিন র‌্যাশজনিত কারণে কষ্ট পাওয়ার সম্ভাবনা যেমন বেড়ে যায় সেই সঙ্গে প্রস্রাবে ভিজে যাওয়া ডায়াপারের সংস্পর্শে থেকে শিশুর ঠাণ্ডা লাগার সম্ভাবনাও বেড়ে যায়। নিয়মিত গোসল করাতে হবে এবং নরম কাপড় দিয়ে শরীর মুছে ফ্যানের নিচে রাখতে হবে। শ্যাম্পু ব্যবহারের আগে শ্যাম্পুর ক্ষতিকর দিকটা মনে রাখবেন। শ্যাম্পুতে থাকে এমোনিয়াম ক্লোরাইড, সিলিকন, প্যারাফিন, সোডিয়াম সালফেট যা ত্বক, চোখের জ্বালাপোড়ার জন্য দায়ী, ত্বকের ক্যান্সার সৃষ্টি করে, ত্বক খসখসে হয়ে যায়। হারবাল, ন্যাচারাল যে নামেই বলুন না কেন ওই সব উপাদান থাকেই। শিশুকে পরিষ্কার সুতির ঢিলেঢালা পোশাক পরিয়ে রাখুন। সিনথেটিক বিছানার চাদর পরিহার করুন। নোংরা খাবার বা মেঝেতে পড়ে থাকা খাবার খাচ্ছে কিনা সেদিকে দৃষ্টি রাখুন। ফরমালিনযুক্ত ফল খাওয়ানোর আগে এক ঘণ্টা  ভিনেগার মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখুন এবং খাওয়ার আগে হাত ধুয়ে দিন।     

আপনার শিশুর যত্ন নিন, সুস্থ রাখুন। —স্বাস্থ্য ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর