শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

হ্যালো ডক্টর...

হ্যালো ডক্টর...

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৭। আমার দেহে প্রায়ই চুলকানিসহ বড় বড় চাকা হচ্ছে। ওষুধ খেলে কমে যায়। —তমালিকা, সাভার, ঢাকা।

উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত ক্রনিক আরটিক্যারিয়া। এর অনেক কারণ আছে।

কারণ শনাক্ত করে রোগটির সমাধান সম্ভব।

প্রশ্ন : আমার বয়স ৩৮।

এখনই চেহারায় বলিরেখা পড়ে যাচ্ছে। এগুলো বয়সের ছাপ। এতে করে অনেকটাই হতাশা আমি। এ মুহূর্তে করণীয় কী?

— মিসেস জামান, বগুড়া।

উত্তর : বর্তমানে মেসোথেরাপি পদ্ধতিতে এ সমস্যা নির্মূল সম্ভব। এমনকি এক সেশনেই অনেকটা কার্যসাধন হয়ে থাকে।

প্রশ্ন : আমি বিবাহিত। দুই সন্তানের জনক। বয়স ৪২। বর্তমানে সহবাসে কিছুটা সমস্যা হচ্ছে। —কামাল হোসেন, ঢাকা।

উত্তর : আধুনিক এ যুগে এটি কোনো সমস্যাই নয়। তাই দ্রুত একজন যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রশ্ন : দীর্ঘদিন ধরে পায়ে চুলকানি ও ব্যথা হচ্ছে। কেউ কেউ বলে থাকেন এটি নাকি অ্যাকজিমা। বর্তমানে এর কোনো প্রতিকার আছে কি?

—রূপা, মিরপুর, ঢাকা।

উত্তর : বর্তমান প্রেক্ষাপটে ইন্ট্রালেশনাল থেরাপির মাধ্যমে এ সমস্যা থেকে দ্রুত আরোগ্য লাভ করা যায়।

প্রশ্ন : বয়স ২০। আমার দুই চোখের নিচে অনেক ছোট ছোট বিচি আছে। এতে মুখশ্রী নষ্ট হয়ে গেছে।

-আবিদা রহমান, চট্টগ্রাম।

উত্তর : আপনার রোগটির নাম সিরিনগোমা। এটি একটি কঠিন চর্মরোগ। অত্যাধুনিক রেডিও সার্জারির মাধ্যমে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই এক

 সেশন চিকিৎসায় রোগটি নির্মূল  সম্ভব। তবে মনে রাখতে হবে প্রতিকার নয় প্রতিরোধই উত্তম। তাই প্রাথমিক অবস্থা থেকেই  চিকিৎসা নেয়া জরুরি।

উত্তরদাতা : সিনিয়র কনসালটেন্ট ও চর্ম-যৌনরোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

  ফোন: ০১৬৭৮৫৯২০৭১

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর