শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সুখনিদ্রা সহজলভ্য

সুখনিদ্রা সহজলভ্য

ঘুম বা নিদ্রা খুবই দরকারি একটি বিষয়। কিন্তু নানা কারণে অনেকেরই কাঙ্ক্ষিত মাত্রার ঘুম হয় না। আর তাই নিদ্রাহীনতাজনিত সমস্যা এবং এর জটিলতা বিষয়ে অবহিত এবং সচেতন করার জন্য প্রতিবছর ১৮ মার্চ সারা বিশ্বে পালিত হয় বিশ্ব নিদ্রা দিবস। গতকাল ছিল বিশ্ব নিদ্রা দিবস। এ বছর এই দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল— সুখনিদ্রা সহজলভ্য। অর্থাৎ আপনি চাইলেই সহজেই অনিদ্রার কারণ জেনে তার চিকিৎসা নিয়ে সুখের ঘুম ঘুমাতে পারেন। ঘুমের সমস্যা শিশু থেকে বৃদ্ধ সবারই হতে পারে। বয়সভেদে এর কারণেও ভিন্নতা রয়েছে। শিশুদের ক্ষেত্রে সাধারণত এডিনয়েড ও টনসিলের অস্বাভাবিক বৃদ্ধিজনিত কারণে ঘুমের ব্যাঘাত ঘটে থাকে। বড়দের বেলায় নাকের হাড় বাঁকা, বড় আকারের টনসিল, নাকের পলিপ এবং সর্বোপরি অতিরিক্ত ওজন বৃদ্ধিই এর মূল কারণ। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, অধিকাংশ ঘুম কম হওয়ার বিষয়টি সরাসরি বুঝতে পারেন না। বিশেষ করে মুখ হাঁ করে ঘুমানো কিংবা নাক ডাকাকে স্বাভাবিক বলেই মনে করেন। উল্টো নাক ডেকে ঘুমানোকে অধিকাংশ লোকজন গভীর ঘুম বলে মনে করে থাকেন। সাধারণের এই ধারণার উল্টোটাই সত্যিই। নাক ডাকা কখনোই স্বাস্থ্যকর বিষয় নয়। যারা নাক ডাকেন তাদের মধ্যে অনেকেরই ঘুমের মধ্যে দম বা শ্বাস বন্ধ হওয়ার ঘটনা থাকে। এই দম বন্ধ হওয়ার বিষয়টি নিয়মিতভাবে অল্প সময়ের জন্য হতে থাকে। কারণ নির্ধারণ করে চিকিৎসা না করলে হতে পারে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা। সূচনাতে সেই সমস্যা সাধারণ শারীরিক অস্বস্তি দিয়ে শুরু হয়ে উচ্চরক্তচাপ, ব্রেইন স্ট্রোক, হার্টের সমস্যায় গিয়ে শেষ পর্যন্ত মারাত্মক  পরিণতিতে পৌঁছতে পারে। আর আগে থেকেই  ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ থাকলে তা অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে। তাছাড়া এ কারণে কমে যায় উদ্যম, কর্মস্পৃহা। সাধারণভাবে এই স্বাস্থ্য সমস্যার নাম ওএসএ (অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়া) অর্থাৎ নিদ্রাকালীন শ্বাসবদ্ধতা। এ ধরনের সমস্যায় রোগীর রাত্রিকালীন নিয়মিত ঘুম ভালো বা পর্যাপ্ত হয় না, ফলে সারাটা দিন ঘুমকাতুরে চোখ নিয়ে ঝিমুনিতে কাটে। পরিসংখ্যানে দেখা গেছে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটে। ঘুমের সমস্যা নির্ণয়ে নাক কান গলা পর্যবেক্ষণ শেষে স্লিপ স্টাডিসহ অন্য পরীক্ষা করতে হয়। চিকিৎসা অবস্থা অনুযায়ী। এ সমস্যায় ভোগা বেশিরভাগ রোগীরই ওজন বেশি থাকে, সঙ্গে শ্বাসের পথে বাধাগ্রস্ততা থাকে। কাজেই ওজন কমানোই প্রথম চিকিৎসা, তবে সঙ্গে শ্বাসের পথে বাধা সৃষ্টিকারী অবধারিত সমস্যা থাকলে সে জন্য অপারেশন লাগলে সেটিও করিয়ে নিতে হবে। তবে বাধাজনিত অপারেশনযোগ্য সমস্যা না থাকলে ব্যবহার করা যেতে পারে সিপ্যাপ মেশিন। বিশ্ব নিদ্রা দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশন অব সার্জন্স ফর স্লিপ এপনিয়, বাংলাদেশ, বিশ্ব নিদ্রা দিবস উপলক্ষে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করেছে।

ডা. সজল আশফাক, নাক কান গলা বিশেষজ্ঞ

সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর