শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা
প্রেসক্রিপশন

বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যা

বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যা

মানবদেহ বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হয়, যার অনেকগুলোই নিরাময় করা সম্ভব, আবার অনেকগুলোই প্রতিরোধ করা সম্ভব, কিন্তু অধিকাংশ বার্ধক্যজনিত শারীরিক এ সমস্যাগুলো প্রধানত

 নিয়ন্ত্রণে রেখেই সার্বিকভাবে ভালো থাকা সম্ভব।

এ সময়ে উল্লেখযোগ্য সমস্যাগুলো হলো : (১) আর্থ্রাইটিস। (২) হৃদরোগজনিত সমস্যা। (৩) ক্যান্সার। (৪) শ্বাসতন্ত্রের সমস্যা। (৫) এলজাইমারস ডিজিস। (৬) অস্থিওপরোসিস। (৭) ডায়াবেটিস। (৮) আকস্মিকভাবে পড়ে যাওয়া। (৯) স্থূলতা। (১০) বিষণ্নতা। (১১) দাঁতের সমস্যা ইত্যাদি।

 আর্থ্রাইটিস : এ সমস্যা সাধারণত ৬০ বছর বা তার অধিক বয়সে হয়। এতে শরীরের চলমান অবস্থার

কিছুটা ব্যাঘাত ঘটে।

হৃদরোগজনিত সমস্যা :

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬৫ বছরের পর হৃদরোগজনিত কারণে মৃত্যুর সংখ্যা অনেক বেশি।

ক্যান্সার : ৫০ বছরের পর থেকেই যেকোনো ক্যান্সারের প্রকোপ ধীরে ধীরে বেড়ে যায়।

এলজাইমারস ডিজিস :

সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) এর জরিপে ২০১৩ সালে বলা হয়েছে, এলজাইমারস ডিজিস (মস্তিষ্কের একটি রোগ যা থেকে ভুলে যাওয়া, আচরণে সমস্যা বা চিন্তাভাবনাতে সমস্যার সৃষ্টি হয়) দ্বারা ৬০-৬৫ বছরের ঊর্ধ্বে ৮৩ হাজার ৭৮৬ জন মারা গেছে, সুতরাং মস্তিষ্কের এ সমস্যা বার্ধক্যে যাদের হয় তাদের আশপাশের এবং পরিবারের সবাইকে উচিত তাদের বিশেষভাবে যত্ন নেওয়া।

ডা. এম এস মলি

এইচএমও, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

সর্বশেষ খবর