শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বন্ধ্যত্বের কিছু কারণ

বন্ধ্যত্বের কিছু কারণ

হরমোনজনিত সমস্যা, যেমন- LPD-(Luteal Phase Defect), Luteirine unruptured follicular syndrome (Trapped ovum) ইত্যাদি। (২) পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। (৩) এন্ডোমেট্রিওসিস। (৪) অতিরিক্ত ওজন কম বা অতিরিক্ত ওজন বেশি। (৫) অতিরিক্ত শারীরিক ব্যায়াম। (৬) দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা, যেমন- অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি ফেইলিউর ইত্যাদি। (৭) এছাড়া বিভিন্ন রকম ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন- কেমোথেরাপি, Cannabis, Cocaine ইত্যাদি। (৮) জিনগত সমস্যা। (৯) দ্রুত মাসিক বন্ধ হয়ে যাওয়া, (১০) জরায়ু ও ডিম্বনালিতে ইনফেকশন। (১১) জরায়ু, ডিম্বনালি ও সারভিক্সে পূর্ববর্তী অপারেশনজনিত কারণ। (১২) বয়সজনিত সমস্যা, (সাধারণত বয়স ৩৫ বছরের ওপর হলে গর্ভধারণে নানাবিধ সমস্যা হয়)। (১৩) অতিরিক্ত মানসিক চাপ, কাজের চাপ, দুশ্চিন্তা। (১৪) স্বামী বা পুরুষের জন্যও বন্ধ্যত্ব ঘটে থাকে। যাকে আমরা পুরুষজনিত বন্ধ্যত্ব ev Male Infertility বলে থাকি। এই পুরুষজনিত বন্ধ্যত্ব বা গধষব Infertility 2-10 শতাংশ  ক্ষেত্রে ঘটে থাকে। যার নানা কারণ রয়েছে, যেমন- Hypoth-alamic pituitary disorders (1-2)%, Primary gonadal disorders (30-40)%, Disorders of sperm transport (10-20)%, Erectile dzsfunction, Ejaculatory defect, Hypospadias, Idiopathic বা অজানা কারণ (৪০-৫০)%. (১৫) বন্ধ্যত্বের কিছু অজানা কারণ (unknowm cause)ও রয়েছে যা ৩-১০ শতাংশ ক্ষেত্রে ঘটে থাকে।

ডা. এমএস মলি, এইচএমও, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর