শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যেসব কারণে বুকে ব্যথা হয়

যেসব কারণে বুকে ব্যথা হয়

যদি আপনার কখনো বুকের ব্যথা হয়ে থাকে তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, ব্যথা খুব বেশি হলে মনে একটা ভয় চলে আসে। মনটা অনেক উদ্বিগ্ন হয়ে যায়। ব্যাপারগুলো খুবই স্বাভাবিক। বুকের ব্যথা অনেক সময়ই মারাত্মক কারণে হয়ে থাকে। তবে কিছু ছোট ছোট কারণে যে বুকের ব্যথা হয় না তা কিন্তু নয়। বাচ্চাদের বুকের ব্যথা সাধারণত সর্দি, ঠাণ্ডা, ফুসফুসের প্রদাহ, ভাইরাল ফিভার, বাতজ্বর, TB, হূিপণ্ডে জন্মগত সমস্যা, হূিপণ্ডের বাল্বের সমস্যা, হূিপণ্ডের প্রদাহ, এজমা, নিউমোনিয়া, আঘাতজনিত কারণ এবং অনেক সময় পেটে কোনো মারাত্মক সমস্যার জন্য বুকে ব্যথা অনুভূত হতে পারে। মধ্যবয়সী মানুষের বুকের ব্যথা হওয়ার কারণগুলো হলো ভাইরাল ফিভার, এজমা, হার্টের বাল্বের সমস্যা, জন্মগত হূদরোগ, কসটোকনড্রাইটিস বা বুকের হাড়ের সমস্যা, হূিপণ্ডের প্রদাহ, ইসকেমিক হার্ট ডিজিজ,  কখনো কখনো নিউমোনিয়া ইত্যাদি প্রধান কারণ। মধ্যবয়সে মানুষের বুকের ব্যথার প্রধান কারণ হলো ইসকেমিক হার্ট ডিজিজ, ফুসফুসে প্রদাহ এবং ফুসফুসে ক্যান্সার জাতীয় সমস্যা। তবে অন্য ছোট কারণগুলো হলো বাতজনিত সমস্যা, হার্টের বাল্বের সমস্যা, কখনো কখনো জন্মগত হূদরোগ, পেটের সমস্যার জন্য বুকের ব্যথা (সাধারণত ধীরে ব্যথা হলে)। বয়োবৃদ্ধ ব্যক্তিদের বুকে ব্যথার প্রধান কারণ ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেইলুর, ফুসফুসের প্রদাহ ও ক্যান্সার জাতীয় অসুখ, হূিপণ্ডের প্রদাহ ও হূিপণ্ডের চারদিকে পানি জমা হওয়া, নিউমোনিয়া, অস্থি-সন্ধিতে বাতজাতীয় সমস্যা, লিভারের সমস্যা ও পেটের বড় ধরনের কোনো সমস্যার জন্য বুকের ব্যথা হতে পারে। ফুসফুসের দীর্ঘমেয়াদি প্রদাহ ও তার থেকে হার্ট ফেইলুর আরও একটি অন্যতম কারণ। বিভিন্ন কারণে বুকের ব্যথার ধরন আলাদা হয়ে থাকে। তবে সবসময় ধরন দেখে কারণ নির্ণয় করা যায় না। ঠাণ্ডাজনিত বুকে ব্যথা, মানুষ খুব সহজেই বুঝতে পারে আরও সহজে বুঝা যায় আঘাতজনিত বুকের ব্যথা। দীর্ঘ সময় ধরে জ্বর, কাশির সঙ্গে বুকে ব্যথা থাকলে যক্ষ্মা ও নিউমোনিয়া এবং ফুসফুসের প্রদাহজনিত সমস্যা হওয়াই স্বাভাবিক। স্বল্পমেয়াদি জ্বর ও শরীরে ব্যথার সঙ্গে বুকের ব্যথা হলে ভাইরাল ফিভার হতে পারে। তবে ভাইরাল ফিভার হূিপণ্ডে মারাত্মক প্রদাহ সৃষ্টি করতে পারে এবং প্রদাহের জন্যও বুকে ব্যথা হতে পারে। হূদরোগজনিত বুকে ব্যথার ধরন অন্য ব্যথা থেকে অনেকটাই আলাদা, সাধারণভাবে কাজ করতে গেলে, হাঁটতে থাকলে, সিঁড়িতে অথবা পাহাড় বেয়ে উপরে উঠতে গেলে বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। একটু বিশ্রাম নিলে মিনিটের মধ্যে তা ছেড়ে যায়/খাওয়ার পরে ভরা পেটে এ ধরনের প্রবণতা বেশি হয়।

ডা. এম. শমশের আলী, সি. কনসালট্যান্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং

মুন ডায়াগনস্টিক। ফোন : ০১৯৭১৫৬৫৭৬১

সর্বশেষ খবর