শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মানসিক রোগ বাইপোলার মুড ডিজঅর্ডার

মানসিক রোগ বাইপোলার মুড ডিজঅর্ডার

বাইপোলার মুড ডিজঅর্ডার হচ্ছে একটি আবেগজনিত গুরুতর মানসিক রোগ। যাকে দ্বিপ্রান্তিক আবেগের সমস্যা বলা যেতে পারে। এ সমস্যার দুই প্রান্তে আবেগের তীব্র বহিঃপ্রকাশ ঘটে। এক প্রান্তে থাকে ডিপ্রেশন, যেখানে আবেগের উদ্দীপনা কম থাকে। আরেক প্রান্তে থাকে অতি উত্ফুল্লতা বা ম্যানিয়া যেখানে আবেগের উদ্দীপনা থাকে বেশি। কোনো ব্যক্তির যদি একবার ম্যানিয়া আর আরেকবার  বিষণ্নতা থাকে তখন তার বাইপোলার মুড ডিজঅর্ডার আছে বলে মনে করা হয়। রোগীর জীবদ্দশায় কখনো ম্যানিয়া আবার কখনো বিষণ্নতা দেখা যায় এবং মাঝখানের সময়টায় সাধারণত রোগী সম্পূর্ণ ভালো থাকে। বহুবিধ কারণে বাইপোলার মুড ডিজঅর্ডার হয় বলে ধারণা করা হয়। এর মধ্যে রয়েছে- বংশগত বা জেনেটিক কারণ, মানসিক রোগের পারিবারিক ইতিহাস, মস্তিষ্কে নরএড্রিনালিন, সেরোটনিন, ডোপামিন ইত্যাদি নিউরোট্রান্স মিটারের (এক ধরনের রাসায়নিক উপাদান) ভারসাম্যহীনতা, তীব্র মনোসামাজিক চাপ, নেশাজাতীয় দ্রব্যাদি গ্রহণ ইত্যাদি। সাধারণত ১৭ থেকে ২৫ বছর বয়সের মধ্যে এ রোগের লক্ষণ দেখা যায়, তবে যে কোনো বয়সেই এমনকি শিশুদের এবং বৃদ্ধ বয়সেও এ রোগের লক্ষণ দেখা দিতে পারে।

লক্ষণ : অশান্তি, হতাশ, মন খারাপ, সকালের দিকে মনটা বেশি খারাপ থাকা, আনন্দের বিষয় ও ঘটনায় আনন্দ না পাওয়া, আত্মবিশ্বাস কমে যাওয়া, নিজেকে হীন, তুচ্ছ অকর্মণ্য মনে করা, নিজেকে দোষী ভাবা, অপরাধবোধ হওয়া ইত্যাদি।

ডা. এমএস মলি

এইচএমও, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

সর্বশেষ খবর