সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কান খোঁচানো ঠিক নয়

অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু

কান খোঁচানো ঠিক নয়

আমাদের কানে বিভিন্ন রোগ হয়ে থাকে। তবে এগুলোর মধ্যে বেশি হয়ে থাকে— কানে ময়লা জমা এবং কানের ফাঙ্গাস। এ ছাড়া কানপাকা রয়েছে। এর আবার দুটি ধরন রয়েছে। একটি আছে সাধারণ, যেটি কানের ফুটোয় হয়; আরেকটি হলো কান ফুটো হয়, তবে তার সঙ্গে কলিস্টিটোমা থাকে। এটা জীবনঘাতী অবস্থাও তৈরি করতে পারে। এ ছাড়া কানে কম শোনা, কানের বিভিন্ন ধরনের টিউমার, কানের যে ক্যানেল তার বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা, এগুলোও পাওয়া যায়। অনেকেই আছেন যারা পথেঘাটে কান পরিষ্কার করে। এটি অত্যন্ত ক্ষতিকর। পথেঘাটে যে কান পরিষ্কার করা হয়, এতে কানের আঘাতের হার অনেক বেড়ে যায়। এক সময় কান ফুটো হয়ে, সংক্রমণ হয়ে, পর্দা ফুটো হয়ে যায়। এগুলো আমরা পেয়ে থাকি। পরে এলে আমরা চিকিৎসা করি। এ ধরনের চিকিৎসা আসলে খুব ক্ষতিকর। এগুলো নিষিদ্ধ করা উচিত। এগুলো কুচিকিৎসা। প্রথমে বুঝতে হবে কানে ময়লা কেন জমে। কানে যে ময়লাটি জমে, সেটি কীভাবে পরিষ্কার হয়। আমরা যদি বহিঃকর্ণের দিকে প্রতিদিন এক মিলিমিটার করে চামড়া বাইরের দিকে আসে, ময়লা কানের স্বাভাবিক জিনিস। এটা স্বাভাবিকভাবে বের হয়ে আসে। শরীরের যত ছিদ্র রয়েছে, কোনোটা কি আমরা পরিষ্কার করি? আপনি যখনই ওখানে কোনো মুরগির পালক দিয়ে বা ম্যাচের কাঠি দিয়ে, সেপটিপিন দিয়ে, কোনো জিনিস দিয়ে যখন খোঁচাখুঁচি করবেন, তখন কিন্তু ওখানকার চামড়া আহত হয়। এতে ওর ওপর ফাঙ্গাস জমে। সেটা ওখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন ওখানে ময়লা জমতে থাকে এবং এক সময় সেটি আটকে যায়। এ ছাড়া দুই ধরনের কানের ময়লা আছে। একটি হলো শুষ্ক ওয়াক্স, আরেকটি হলো ভেজা ওয়াক্স। আমাদের এ রকম অঞ্চলে সব হলো ওয়েট ওয়াক্স। এখানে পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু ককেশিয়ান লোকের মধ্যে শুষ্ক ওয়াক্সের প্রবণতা থাকে। তখন স্বাভাবিকভাবে আটকে যায়। তখন পরিষ্কার করার দরকার হতে পারে। কোনো কিছু দিয়ে কান খোঁচালে তা কাণের ক্ষতি করে। কানের মধ্যে কোনো কিছু দিয়ে যদি আপনি খোঁচাখুঁচি করেন, স্বাভাবিক চামড়া যেটা থাকে, সেটাও তো ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের অধিকাংশ মানুষের কানে ফাঙ্গাস আছে। কারণ, আমাদের পরিবেশে যে জলীয়বাষ্প থাকে বাতাসে, এটি ফাঙ্গাস তৈরি করার জন্য একটি উত্তম মাধ্যম। চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো মলম যদি দিনে দুবার কানে লাগিয়ে দেন, তাহলে কিন্তু এটি সেরে যায়। কিন্তু আমরা নিজেরা কান পরিষ্কার করে, অন্যকে টেনে এনে পরিষ্কার করার চেষ্টা করি। এতে আরও বেশি ক্ষতি হয়। তাই কান খোঁচানো ঠিক নয়।

লেখক : বিভাগীয় প্রধান, ইএনটি, স্যার সলিমুল্লাহ কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর