শিরোনাম
সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
হেলথ কর্নার

এনাল ফিসার

এনাল ফিসার

শফিক সাহেব (ছদ্মনাম) অফিসে এসেছেন অনেক কষ্ট করে। কারণ চলতে ফিরতে গেলেই ব্যথা হয়। এই ব্যথা পায়ুপথে, দুদিন আগে কষ্ট কোষ্ঠ কঠিন হয়েছিল, বেশ প্রেসার দিয়ে টয়লেট করতে হয়েছিল। তারপরই তার পায়ুপথে এই ব্যথা শুরু হয়। এটি তিনি কাউকে বলতেও পারছেন না আবার সহ্যও করতে পারছেন না। যন্ত্রণাময় একটি সময় কাটাচ্ছেন তিনি। শফিক সাহেবের এই রোগের নাম হচ্ছে এনাল ফিসার। মলদ্বারের একটি রোগ, বাংলায় যাকে গেজ বলা হয়। খুব সহজে বলতে গেলে এনাল ফিসার হচ্ছে মলদ্বার ছিঁড়ে যাওয়া। কোষ্ঠ কঠিন হলে, মলদ্বারের মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকলে কিংবা রোগী মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দিলে মলদ্বারে একটি চিড় ধরে। পরবর্তী সময়ে মলত্যাগের সময় সেটি আবার ছিঁড়ে যায় আর অল্প বা বেশি তাজা রক্ত যায় এবং তীব্র ব্যথা শুরু হয়। এই ব্যথা ছিঁড়ে যাওয়ার মতো, পিন দিয়ে খোঁচা দেওয়ার মতো, কিংবা মরিচ লাগিয়ে দেওয়ার মতো হতে পারে। এই ব্যথার কারণে রোগী মলত্যাগ করতে ভয় পায়। ফলে কোষ্ঠ আরও কঠিন হয়। ফলে রোগটি চক্রাকারে চলতে থাকে, রোগ ক্রমান্বয়ে আরও জটিল হয়। রোগী সংকোচবশত কাউকে বলতে পারেন না আবার সহ্যও করতে পারেন না। এরকম দীর্ঘদিন চললে মলদ্বার ক্রমান্বয়ে সরু হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে স্থানীয়ভাবে কিছু ওষুধ প্রয়োগ করে এই রোগ ভালো করা যায়। পরবর্তীকালে প্রয়োজন হলেও  অপারেশন করে এ রোগ সম্পূর্ণ সারিয়ে তোলা যায়।

অধ্যাপক ডা. এসএমএ এরফান

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ধানমন্ডি, ঢাকা।

ফোন : ০১৮৬৫৫৫৫৫১১

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর