শিরোনাম
সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এক নজরে

এক নজরে

♦ প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা উত্তম। নিয়মিত হাঁটলে খারাপ কোলেস্টেরল কমে যায়। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি খাওয়ার রুচিও বাড়ে।

♦ WPW সিনড্রোম নামে পুরুষ ও মহিলা উভয়েরই এ রোগ হয়ে থাকে। এ রোগে হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে রোগীর মধ্যে মৃত্যুভয় জেগে ওঠে। ইলেকট্রো ফিজিওলজির মাধ্যমে এর সঠিক কারণ নির্ণয় করা যায় এবং Ablation চিকিৎসা করে পুরোপুরি সুস্থ হওয়া যায়।

♦ পঞ্চাশোর্ধ পুরুষ-মহিলাদের Sieksinsyndrom নামে একটি রোগ হয়ে থাকে। মাথা ঘুরে পড়ে যাওয়া এ রোগের লক্ষণ। যদি Permanent pace Maker (ppm) লাগানো যায় তাহলে রোগী তাড়াতাড়ি সুস্থ হতে হয়।

সূত্র : হেলথ জার্নাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর