বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
টিপস

যেভাবে বুঝবেন মাইগ্রেন হয়েছে

যেভাবে বুঝবেন মাইগ্রেন হয়েছে

* আপনার মাথাব্যথা যদি চোখের চারপাশে, কপালে, কানের চারপাশে এবং মাথার পেছনের দিকে বেশি হয়।

* আলো, শব্দ, যে কোনো ধরনের গন্ধ থেকে যদি আপনার হঠাৎ মাথাব্যথা শুরু হয়।

* মাথাব্যথার সঙ্গে যদি বমি বমি ভাব হয়। * মাথাব্যথা শুরু হলে বা মাথাব্যথার মাঝখানে যদি চোখে ঝাপসা দেখেন।

* যদি এই বিষয়গুলো হয় তাহলে আপনার মাইগ্রেন হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে দ্রুত আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।

তাই প্রাথমিক অবস্থায় এসব সমস্যা প্রতিহত করতে হবে।

ডা. এমএস মলি

এইচএমও, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

 

সর্বশেষ খবর