শিরোনাম
শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা
প্রেসক্রিপশন

প্রোস্টেট ক্যান্সার

প্রাথমিক অবস্থায় প্রোস্টেট ক্যান্সারের কোনো লক্ষণ দেখা যায় না। প্রায় ক্ষেত্রেই এই ক্যান্সার ধীরে ধীরে বাড়ে এবং অনেক বছর পর্যন্ত কোনো লক্ষণ নাও দেখা যেতে পারে—

* স্বাভাবিকের চেয়ে বেশি ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন হয়। এমনকি রাতেও। * প্রস্রাব শুরু করতে অসুবিধা হচ্ছে। * প্রস্রাব শেষ করতে অসুবিধা হচ্ছে। * প্রস্রাব শেষ করতে বেশিক্ষণ সময় লাগছে। * প্রস্রাব খুব ক্ষীণভাবে প্রবাহিত হচ্ছে।

* দৌড়ে প্রস্রাব করতে যাওয়া এবং প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারা। মূত্রজনিত এই সমস্যাগুলো অধিক বয়সের পুরুষদের বেশি হয়ে থাকে। তার মানে এই নয় যে, আপনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। পরীক্ষা— ডিআরই (ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন) * পিএসএ (প্রোস্টেট স্পেসিফিক এন্টিজেন)

* টিআরইউএস (ট্রান্স-রেক্টাল আলট্রা সাউন্ড) * বায়োপ্সি

ডা. এমএস মলি

এইচএমও, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর